Bengal SIR Row : এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের, পশ্চিমবঙ্গে সময়সীমা বাড়ল কি ?
EC On Enumeration Form Submission Time Increases: এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের, সেই তালিকায় রয়েছে কি পশ্চিমবঙ্গ ? কী কারণে এই সময় বৃদ্ধি ?

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে ৬টি রাজ্যে সময়সীমা বৃদ্ধি কমিশনের। পশ্চিমবঙ্গ বাদে ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বৃদ্ধি কমিশনের। তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান-নিকোবর ও উত্তরপ্রদেশে SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর ১৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম পূরণ, ১৯ ডিসেম্বর খসড়া তালিকা। সিইও-দের অনুরোধ মেনে পরিবর্তন করা হয়েছে।

কী কারণে এই সময় বৃদ্ধি ?
নির্বাচন কমিশন জানিয়েছে যে এই ৬টি রাজ্যে, বিএলও-রা ফর্ম ফিলাপের পর, এটাকে আপলোড করতে কিছুটা সময় লাগছিল। তাই তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, আন্দামান-নিকোবর ও উত্তরপ্রদেশে- রাজ্যগুলিতে সময় সীমা বাড়ানো হয়েছে। সবথেকে বেশি বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশের জন্য, যেহেতু আজকে শেষ তারিখ ছিল এনুমারেশনের জন্য। UP-তে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে এনুমারেশনের লাস্ট ডেট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নির্বাচন কমিশন জানিয়েছে, আজকে শেষ তারিখ ছিল, সেটাই থাকছে। ডেট বাড়ানো হবে না। এর সঙ্গে অন্য রাজ্যগুলি যেগুলি রয়েছে, রাজস্তান রয়েছে , গোয়া রয়েছে, সেখানেও আজকে যে লাস্ট ডেট এনুমারেশনের, সেটাই থাকছে।
প্রসঙ্গত, এক মাস ৮ দিন পর বৃহস্পতিবার শেষ হল SIR-এর ফর্ম জমা দেওয়ার কাজ। ডিজিটাইজেশনের শেষ দিনেও কিন্তু BLO-দের একাংশের অভাব-অভিযোগের শেষ নেই। অভিযোগ, BLO অ্যাপে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে নানা রকম পরিবর্তন করায় খুবই সমস্যা হচ্ছে। অন্যদিকে, এদিন ২৫টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈশেষ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
কখনও সংঘাতের নাম SIR!কখনও আতঙ্কের নাম SIR! কোথাও এসআইআর আপনজনকে মিলিয়ে দিয়েছে!কোথাও আবার এসআইআর উদ্বেগে ভোটারের মৃত্য়ুর অভিযোগ উঠেছে!
এসআইআর-এর চাপে BLO-র আত্মহত্য়ার অভিযোগ যেমন উঠেছে! তেমনই স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে কোটি কোটি ভোটার নিজ উদ্য়োগে সময়মতো ফর্ম পূরণ করে বিএলও-র কাছে জমা দিয়েছেন!ঘটনাবহুল ৩৮ দিন পর বৃহস্পতিবার শেষ হল SIR-এর ফর্ম জমা দেওয়ার কাজ।কিন্তু ডিজিটাইজেশনের শেষ দিনেও BLO-দের একাংশের অভাব-অভিযোগ শেষ হল না।BLO অধিকার রক্ষা কমিটি সদস্য সোনালি চক্রবর্তী বলেন,আমার বেশিরভাগই মুসলিম। বানান ভুল। আবার ডকুমেন্ট লাগবে।
এনুমারেশন ফর্মের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন বৃহস্পতিবার। শেষ মুহূর্তে এসেও তালিকায় ধরা পড়ছে নানা রকম গরমিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৬০ জনকে নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই নামগুলি ফের মিলিয়ে দেখা হবে। তালিকায় একই নামের ভোটাররা একই ব্যক্তি, নাকি আলাদা? সেই তথ্য যাচাই করতে সোমবার BLO-দের অ্যাপে যোগ করা হয় 'ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন' অপশন। বুধবার BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। BLO-দের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন।'BLO-BLA MOM' অর্থাৎ BLO-BLA মিনিটস অফ মিটিং। ‘মৃত’, ‘স্থানান্তরিত’, ‘অনুপস্থিত’ ও ‘ভুয়ো’ ভোটারদের নিয়ে BLO-এবং BLA-রা আলোচনা করে কী সিদ্ধান্ত নিচ্ছেন?সেই 'মিনিটস অফ মিটিং' প্রত্যেকের সই-সহ আপলোড করতে হবে অ্যাপে।






















