Birbhum News:নেশার টাকা জোগাড় করতে গিয়ে দু'দিনে দু'টি 'খুন', বীরভূমে ধৃত ৩ কিশোর
Adolescent Boys Arrested:নেশার টাকা জোগাড় করতে গিয়ে পর পর খুন? বীরভূমের ৩ কিশোরের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: নেশার টাকা (Addiction) জোগাড় করতে গিয়ে পর পর খুন? বীরভূমের (Birbhum News) ৩ কিশোরের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাদুটি ১৩ এবং ১৪ সেপ্টেম্বরের।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, ধৃত ৩ কিশোরের মধ্যে দু'জন দ্বাদশ শ্রেণির পড়ুয়া। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিন বন্ধু দিন ভর নেশা করে থাকত। নেশার টাকা জোগাড় করতে প্রথমে ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছিল তারা। কিন্তু সেখান থেকে খুন কী ভাবে? পুলিশের দাবি, ছিনতাইয়ে হাতেখড়ির দিন এবং তার পরের দিনই গলা কেটে দু'জনকে খুন করে ওই ৩ কিশোর। ধারাল ছুড়ি দিয়ে একই কায়দায় গলা কাটা হয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে। নিহত দুজনই আদিবাসী সম্প্রদায়ের সদস্য। এর মধ্য়ে এক জনের দেহ, তাঁর বাড়ি থেকে ১৫০ মিটার দূরে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর এক জন প্রৌঢ়। তিনি খুন হল ১৪ সেপ্টেম্বর রাতে। অল্পবয়সে নেশা এবং তার জন্য টাকা জোগাড় করতে গিয়ে এলাকারই বাসিন্দা তিন কিশোরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। চলতি মাসের গোড়াতেই কার্যত এক কারণে মাকে হামলার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। সেটি ছিল হাওড়ার লিলুয়ার ঘটনা।
মাকে খুনের চেষ্টার অভিযোগ...
ওই ঘটনায় মাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ছেলেকে। প্রাথমিক ভাবে খবর, নেশা করতে টাকা না দেওয়ায় মাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ছিল ছেলের বিরুদ্ধে। রক্তমাখা ছুরি উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জখম মহিলাকে।গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছে। বছরপাঁচেক আগে হাওড়াতেই যেমন কিছুটা এক ধরনের অভিযোগ ওঠে। ২০১৮ সালের ওই ঘটনাটি ঘটেছিল হাওড় ময়দানে। অভিযোগ ছিল, নেশা করতে নিষেধ করায় একই কারণে মা-কে খুন করে ছেলে। ঘটনাস্থল হাওড়া ময়দানের কাছে ঘাটমাঝি লেন। ৫৮ বছরের শোভা ভৌমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার পরই গোটা ঘটনা নিয়ে হইচই শুরু হয়। এই ঘটনার ঠিক আগের মাসে, একই ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। মদ্যপান করতে নিষেধ করেছিলেন বলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে।
আরও পড়ুন:শনিবার থেকে বন্ধ বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, চলবে সংস্কারের কাজ