Malda: চাঁচলে মহানন্দপুর মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Malda News: গতকাল হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। সেই ভোটেরও গণনা চলল গভীর রাত পর্যন্ত। আর সামান্য এই ভোট নিয়েও তুমুল উত্তেজনা ছড়াল মালদার চাঁচলে।
করুণাময় সিংহ, মালদা: মালদার চাঁচলে নয়াটুলি মহানন্দপুর মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হতে চলেছে বাম-কংগ্রেস। গতকাল চাঁচলে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয় তৃণমূল। কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের মদতে ব্যালট বাক্স পরিবর্তন করা হয়। বাম-কংগ্রেস প্রতিবাদ করায় দীর্ঘক্ষণ গণনা বন্ধ থাকে। রাতে উত্তেজনা ছড়ায় মাদ্রাসা চত্বরে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণনা বয়কট করে বাম-কংগ্রেস। অশান্তি পাকাতে বাম-কংগ্রেস জোটকে আর্থিক সাহায্য করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। এতেই প্রমাণিত শাসকদলের দেউলিয়াপনা, পাল্টা কটাক্ষ বিজেপির। বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গতকাল হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। সেই ভোটেরও গণনা চলল গভীর রাত পর্যন্ত। আর সামান্য এই ভোট নিয়েও তুমুল উত্তেজনা ছড়াল মালদার চাঁচলে। তৃণমূল ভোটে জিতলেও, তাদের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, ভোট গণনা বয়কট করল কংগ্রেস।
চাঁচলের নয়াটুলি মহানন্দপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে, রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ভোট লুঠের অভিযোগকে কেন্দ্র করে, পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকরা।
গন্ডগোলের জেরে, ভোট গণনা শেষ হয় গতকাল রাত ২টোয়। ফল ঘোষণা করা হয় আরও আধ ঘণ্টা পর। দেখা যায় ৬টি আসনের সবকটিতেই জিতেছে তৃণমূল। কিন্তু ভোট লুঠের অভিযোগে, এই ফল মানতে নারাজ কংগ্রেস।
তাঁদের অভিযোগ, ৫০৩টি ভোট পড়লেও, ব্যালট পাওয়া গেছে ৫০৮টি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। চাঁচল ১ নম্বর ব্লকের কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ''ভোট লুঠ হয়েছে, যেখানে ০৩ ভোট পড়েছে। আর ব্যালট পাওয়া গেছে ৫০৮। দুপুরে ১টায় ব্রেকের সময় বাক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাই এই ভোট মানছি না, আমরা আদালতের দ্বারস্থ হব।''
ভোট বাতিলের দাবিতে প্রিসাইডিং অফিসারকে লিখিত আবেদন জানায় কংগ্রেস। যদিও তা গৃহিত হয়নি। পরে সেই আবেদনপত্র হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বিডিওকে। হাই মাদ্রাসার ভোটে বিজেপি লড়েনি। কিন্তু, অশান্তি পাকানোর জন্য গেরুয়া শিবির, কংগ্রেসকে অর্থ সাহায্য করেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে তৃণমূল। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও।