North Bengal Bandh Live Updates: বিজেপির ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ , শিলিগুড়িতে সরকারি বিজ্ঞাপন ছিঁড়ে পোড়ানোর পর বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি থেকে ফুলবাড়ি। অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ বিজেপির।প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

Background
শিলিগুড়ি: বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি থেকে ফুলবাড়ি। অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ বিজেপির।প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপির অভিযান ঘিরে গতকাল শিলিগুড়ি ও ফুলবাড়িকে কার্যত দূর্গে পরিণত করেছিল পুলিশ।ফুলবাড়িতে জলকামান ও বিশাল পুলিশ মোতায়েন ছিল।সেখানেই তাদের কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, পুলিশ পাখি মারার ছররা গুলি চালিয়েছে। পুলিশের সঙ্গে দুষ্কৃতীরা মিশে ছিল। নন্দীগ্রামের কায়দায় গুলি চালানো হয়েছে। পুলিশ ওপর থেকে বোমা ছুঁড়েছে।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতে দলের ওই কর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় বিজেপি।
পাল্টা বিজেপির বিরুদ্ধেই হিংসাত্মক আন্দোলনের অভিযোগ তুলেছে রাজ্য পুলিশ। ট্যুইটারে তাদের তরফে দাবি করা হয়েছে,শিলিগুড়িতে একটি রাজনৈতিক দলের সমর্থকরা (বিজেপি) প্রতিবাদ কর্মসূচির সময় হিংসাত্মক ভূমিকা পালন করেছেন। আগুন জ্বালানোর পাশাপাশি, গুলি চালানো ও সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি যাবতীয় অশান্তির দায় বিজেপির ওপরই চাপিয়েছে তৃণমূল।






















