WB Corona Cases Update : টানা ৭ দিন মৃত্যু-শূন্য, রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ
Coronavirus Update : এদিকে জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবায় উদ্বেগ ছড়িয়েছে
কলকাতা : রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন সংক্রমিত হয়েছেন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪২। তবে, গত একদিনে কোনও মৃত্যু হয়নি। এনিয়ে রাজ্যে টানা সাত দিন মৃতের সংখ্যা শূন্য।
রাজ্যের করোনা আপডেট-
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন সংক্রমিত হওয়ায় রাজ্যো মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,১৮,৭৬৩। করোনামুক্ত হয়ে গত একদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ জন। এনিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ১৯,৯৭,১৫৩। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এপর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ২১,২০৩।
এদিকে জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবায় উদ্বেগ ছড়িয়েছে। এখানে ৪ দিনে ২৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত বলে জানা গেছে। আক্রান্ত প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া। মৃদু উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন তাঁরা। সাতদিন তাঁদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গবেষণা (New Research)-
এখনও চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে দেশ। করোনায় সংক্রমণ না বাড়লেও বিশেষ কমছেও না। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন-মাস্ক আর দূরত্ববিধিই এই পরিস্থিতি মোকাবিলা করার একমাত্র পথ। এরই মাঝে সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের শেষ থেকে ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে দিয়েছে। জানিয়েছেন, সংস্থার কর্ণধার (Chief Executive Officer) আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।
কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ ?
বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।