Duare Sarkar: দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ
Duare Sarkar: নবান্ন সূত্রে দাবি, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে।
কলকাতা: দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ হল। নবান্ন সূত্রে দাবি, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে।
দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে অবশ্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ আসছে। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্ক ফোর্সগুলি। অ্যাপেক্স কমিটিতে রাখা হয় রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের। কিন্তু তারপরেও একের পর এক অভিযোগ আসছে।
উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন অশান্তির অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, গতকাল ১১ নম্বর ওয়ার্ডে কর্মসূচি চলাকালীন স্ট্যান্ড ফ্যান সরানো নিয়ে বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য অনুপ রায়ের বচসা বাঁধে। অভিযোগ, বেসরকারি সংস্থার এক কর্মীকে ধাক্কা দেন অনুপ। যদিও অনুপের দাবি, তিনি কাউকে হেনস্থা করেননি। তর্কাতর্কি হয়েছে। অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রশাসকমণ্ডলীর মুখ্য প্রশাসক জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে কথা বলবেন। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিধাননগর বয়েজ হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্প কে ঘিরে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, দলীয় কর্মীরা এই প্রকল্পের ক্যাম্পে যেন হস্তক্ষেপ না করেন। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ক্যাম্প করে দুয়ারে সরকারে আসা সাধারণ মানুষের সাহায্য করতে দেখা গেল। বিজেপি ও সিপিআইএম এই নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের দাবি, তৃণমূল কোনও নিয়ম-নীতির তোয়াক্কা করে না। পাল্টা তৃণমূলের সাফাই, তাঁরা ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষকে সাহায্য করছেন।