WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা-গ্রাফ কেমন ?
west bengal coronavirus update : সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৭৫।
![WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা-গ্রাফ কেমন ? west bengal coronavirus updates 567 new cases with 07 deaths recorded in the last 24 hours in the state WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা-গ্রাফ কেমন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/37e0cc2d8e7bc844ab642ac8cc805e00_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ। বৃহস্পতিবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৭৪। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৩৭০।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৭ জনের। গতকাল ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৭৫।
রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট সুস্থের সংখ্যা ১৫,৯৪,২৩০। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৫৬৫। গতকাল রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৭,৫৭৬ জন। অর্থাৎ গতকালের তুলনায় ১১ জন কম। আজ দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। এখানে একদিনে আক্রান্ত ১৬৫ জন, মৃত ১। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৫ জন, মৃত ৩ জন।
এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যেই আজ দেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪১৯। গতকাল অর্থাৎ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৮ হাজার ৪৩৯। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫৯। গতকাল এই সংখ্যা ছিল ১৯৫। অর্থাৎ, দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃতের সংখ্যা।
পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮,২৫১। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণ সারিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮। দেশে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১। এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭৪১। এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ অভিযানে ১৩০.৩৯ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশের অ্যাক্টিভ কেসের হার ০.২৭ শতাংশ। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)