WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনায় মৃত্যু
west bengal coronavirus updates : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। শেষ বুলেটিনের থেকে যা সামান্য কম...
কলকাতা : রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। শেষ বুলেটিনের থেকে যা সামান্য কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭ জন। তবে গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যু।
রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ১৫। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়ে প্রাণ হারালেন ১৯ হাজার ৩৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬১৫ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১০,৪৬০। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, এপর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৯৪৫ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৬৭৬ জন। মোট করোনামুক্তের সংখ্যা ১৫,৮৩,১১৮। ডিসচার্জ রেট ৯৮.৩০ শতাংশ।
তবে খানিক স্বস্তি দিয়েছে দেশের কোভিড গ্রাফ। শেষ বুলেটিন অনুযায়ী দেশে করোনায় কমেছে দৈনিক সংক্রমণ (Corona Affected) ও মৃত্যু (Corona Death)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৮৮ জন। যা গত দেড় বছরে সর্বনিম্ন। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪৮৮।
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। গতকাল অর্থাৎ রবিরার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৩।
এদিকে করোনা পরিস্থিতিতে এবার দশম-দ্বাদশের ক্লাস হবে সোম, বুধ, শুক্রবার। মঙ্গল ও বৃহস্পতিবার হবে নবম আর একাদশের ক্লাস। শনিবার কোনও ক্লাস নয়, ওই দিন হবে পর্যালোচনা বৈঠক। করোনা পরিস্থিতির মধ্যে স্কুল শুরুর পাঁচদিনের মাথায় বিজ্ঞপ্তি দিয়ে নতুন রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।