WB Corona Cases: রাজ্যে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু
West Bengal Corona Update: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৩ জন।
কলকাতা: পরপর কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৩ জন। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগী ৯,০৭০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে সংক্রমিত হন ৬৬১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাতজনের। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭১৭ জন। মৃত্যু হয় ৯ জনের। শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হন ৭০৩ জন। মৃত্যু হয় আটজনের। তার তুলনায় রবিবারের হিসেব অনুযায়ী কমল সংক্রমণ ও মৃত্যু।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১৫,৪৭,৫৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,২০,০৫৫। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮,৪২৩ জন।
রাজ্যে করোনা সংক্রমণ ও মৃত্যু কমলেও, দেশে সামান্য কমল করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যা ফের নামল পাঁচশোর নিচে। পাশাপাশি, উদ্বেগ বাড়িয়ে আজও কেরলেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপরে।স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৩ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ৩১ হাজার ২৬৫ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৪৬০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২ জন। একদিনে ৩৫ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )