‘ভোট শেষ হতে হতে আপনিও জয় শ্রীরাম বলবেন’, মমতাকে কটাক্ষ শাহর, পাল্টা জবাব তৃণমূলের
রাম কার্ডে’র কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। এবার বাংলায় এসে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাম কার্ড’ খেললেন অমিত শাহ। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ: ‘রাম কার্ডে’র কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। এবার বাংলায় এসে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাম কার্ড’ খেললেন অমিত শাহ। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নরেন্দ্র মোদির রাম কার্ডের পর এবার বাংলায় এসে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাম কার্ড খেললেন অমিত শাহ!
বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিল, বঙ্গ দখলের লক্ষ্যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তাঁদের ট্রাম্প কার্ড-‘রাম কার্ড’!
অমিত শাহ এদিন বলেছেন, ‘জোরে বলুন জয় শ্রীরাম। জোরে ধ্বনি তুলুন সবাই।সবাই রামনাম উচ্চারণ করে গর্ববোধ করেন। কিন্তু মমতাজির তাতে আপত্তি। কারণ, উনি তোষণের রাজনীতি করেন। তবে ভোট শেষ হতে হতে আপনিও জয় শ্রীরাম স্লোগান তুলবেন।’
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, জয় শ্রীরাম মন্দিরে গিয়ে বললে তো আপত্তির কিছু নেই। কিন্তু এভাবে রাস্তায় নেমে এভাবে এই স্লোগানকে রাজনৈতিক হাতিয়ার করা কোনওভাবেই ঠিক নয়।
লালগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে আক্রমণ শানিয়েছিলেন জে পি নাড্ডা!
তিনি যেখানে শেষ করেছিলেন, কোচবিহারে সেখান থেকেই শুরু করলেন অমিত শাহ।তাঁর মুখেও উঠে এল দুর্গাপুজোর কথা, সরস্বতী পুজোর কথা, পাকিস্তানের প্রসঙ্গ!
অমিত শাহ বললেন, ‘বাংলায় দুর্গাপুজো করতে হলে কোর্টে যেতে হবে? সরস্বতী পুজো করতে গেলে শিক্ষককে মারা যেতে হবে? মমতা দিদি, এটা হিন্দুস্থান, এখানে দুর্গাপুজো, সরস্বতী পুজো, রামনবমী সবই হবে।’
তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তিনি। সুতরাং এ ধরনের বক্তব্য আগের মতো এবারও প্রত্যাখান করবেন বাংলার মানুষ।
নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী বলতে ওঠা মাত্র, জয় শ্রীরাম স্লোগান উঠেছিল!
নানা মহলে প্রশ্ন উঠেছিল, নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে কি অসৌজন্যের পরিচয়ই দিল না গেরুয়া শিবির? কিন্তু, এই বিতর্কে যে বিজেপি বিন্দুমাত্র বিব্রত নয়, তার স্পষ্ট ইঙ্গিত মিলল অমিত শাহের কথা থেকেই। তিনি বললেন, মমতা দিদি এমন করছেন যেন জয় শ্রী রাম বলা অপরাধ। এই স্লোগান দেওয়ার জন্য আমাদের কর্মীদের খুন করানো হয়েছে। আমার প্রশ্ন দিদি জয় শ্রী রাম এখানে বলব না তো কী পাকিস্তানে বলব?
বৃহস্পতিবার কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার চতুর্থ রথের উদ্বোধন করেন অমিত শাহ।মদনমোহন মন্দিরে পুজোও দেন তিনি।
এরপর রাস ময়দানে বিশাল সভা থেকে জয় শ্রীরাম-দুর্গাপুজো-সরস্বতী পুজোর প্রসঙ্গ তুলেই নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি বুঝিয়ে দিলেন, বিধানসভা ভোটে কোন অস্ত্রে তারা প্রতিপক্ষকে বধ করতে চাইছেন!