এক্সপ্লোর
Advertisement
School Reopening in Bengal: ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরুর ভাবনা রাজ্যের
১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু করার ভাবনা। কোভিড বিধি মেনেই চলবে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা: ২০২০-র মার্চ থেকে ২০২১-এর ফেব্রুয়ারি। করোনা আবহে, প্রায় ১১ মাস বন্ধ থাকার পর, আগামী ১২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু করার ভাবনা সরকারের। তবে, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হতে পারে। এখনই চালু হচ্ছে না প্রাথমিক বিভাগ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
গত বছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড-আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী।
সেই সঙ্গে এসে গেছে করোনার ভ্যাকসিনও। এই পরিস্থিতিতে স্কুল খোলার দাবি জানান অভিভাবকদের একাংশ।
এরইমধ্যে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে।
২০২১-এ যারা মাধ্যমিক দেবে, হিসেব মতো, তারা সশরীরে স্কুলে এসে ক্লাস করেছে মাত্র আড়াই মাস। আর যারা উচ্চমাধ্যমিক দেবে, তারা সশরীরে একদিনও ক্লাস করেনি।
প্রস্তুতি বলতে, অনলাইনে বাড়িতে বসে। শেষমেষ, স্বাস্থ্যবিধি মেনে উঁচুক্লাসে সশরীরে পঠনপাঠনের কথা ভাবছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেছেন, কোভিড বিধি মেনেই চলবে ক্লাস, স্যানিটাইজ করা হচ্ছে। কাল উপাচার্যদের সঙ্গে বৈঠক। তারপর ঠিক করব।
রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে চিকিত্সক, সকলেই। তাঁরা বলেছেন, সব মেনে যদি ক্লাস চালু করা যায়, তাহলে তা স্বাগত।
নবম থেকে দ্বাদশে ক্লাস শুরুর ভাবনা থাকলেও, কলেজ, ইউনিভার্সিটির ক্লাস কবে শুরু হবে, তা নিয়ে বুধবার উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী।
রাজ্য সরকারের এই ভাবনার পথে হাঁটছে ইংরেজি মাধ্যম স্কুলগুলিও। সরকারের ভাবনাকে সাধুবাদ জানিয়ে আইসিএসই কাউন্সিলের সিইও জেরি অ্যারাথুন জানিয়েছেন, কাউন্সিলের অধীন স্কুলগুলিও সশরীরে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারে।প্রয়োজনের ভিত্তিতে স্কুলে যেতে পারে পড়ুয়ারা।
নবম এবং একাদশে বার্ষিক পরীক্ষা সশরীরে নিতে পারে স্কুলগুলি।
আইসিএসই ও আইএসসি বোর্ড তাদের প্রি বোর্ড পরীক্ষাও সশীরের নিতে পারে।সিবিএসই-ও একই কথা ভাবছে বলে সূত্রের খবর।
এদিনই সিবিএসই বোর্ডের টেন ও টুয়েলভ বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করে কেন্দ্র।আগামী মে মাসের ৪ তরিখ থেকে শুরু হবে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা। ক্লাস টেনের পরীক্ষা শেষ হবে ৭ই জুন।টুয়েলভের পরীক্ষা শেষ হবে ১১ জুন।উঁচু শ্রেণির ক্লাস চালুর কথা ভাবলেও, নিচু শ্রেণির ক্লাস শুরুর কথা আপাতত ভাবছে না কোনও বোর্ডই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement