কেমন আছে কলকাতার গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত শিশুরা? সেরে ওঠা সম্ভব এই রোগ থেকে ?
GBS : কলকাতাতেও হানা দিয়েছে এই রোগ। আক্রান্ত দুই শিশু ভর্তি রয়েছে পার্স সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে।

সন্দীপ সরকার, কলকাতা : প্রথমেই হাতে পায়ে দুর্বলতা, তারপর ধীরে ধীরে পা অবশ হয়ে যাওয়া । তারপর স্নায়ুর কাজ কর্ম আরও খারাপ হয়ে যাওয়া । ধীরে ধীরে শ্বাসযন্ত্রও দুর্বল হয়ে পড়া। ভয়ঙ্কর চেহারা নিয়ে আক্রমণ করছে গুলেন বেরি সিনড্রোম। ক্রমেই চিন্তা বাড়াচ্ছে এই রোগ। মহারাষ্ট্রে পুণে থেকে নাগপুর, বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে জিবি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা।
পুণেতে আক্রান্তের সংখ্যা একশো দশ ছাড়িয়েছে। শোলাপুরে একজনের মৃত্যুও হয়েছে। ট্রেন্ড বলছে, কোনও বয়স মানছে না, এই রোগের আক্রমণ। যে কোনও বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন এই অসুখে। কলকাতাতেও হানা দিয়েছে এই রোগ। আক্রান্ত দুই শিশু ভর্তি রয়েছে পার্স সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাখা হয়েছে ভেন্টিলেশনে। চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি।
তিনি জানালেন, দুই শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনকই। তাই ভেন্টিলেশনে রাখা হয়েছে । হাতে -পায়ে অসাড় ভাব নিয়েই ভর্তি হয়েছিল তারা। এক্ষেত্রে শ্বাসের সমস্যা হতে পারে। এই রোগের উপসর্গগুলি সম্পর্কে জানিয়েছেন ডা. গিরি। পার্কসার্কাসের আইসিএইচ ছাড়াও শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছেন জিবি সিনড্রোমে আক্রান্তরা।
কীভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে গ্রাস করে গুলেন বেরি সিনড্রোম
এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়। একে একে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে। কথা বলার শক্তি চলে যায়। দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি। শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হয়। মাইক্রো বায়োলজিস্ট সুমন পোদ্দার জানালেন, সংক্রমণের ফলে যদি শরীরের নিম্নাংশের পর ঊর্ধ্বাংশও অসাড় হতে শুরু করে, তাহলে ভয়ের। সংক্রমণ শ্বাসযন্ত্রে হানা দিলে, প্রাণহানির আশঙ্কাও তৈরি হয় ।
রোগ নিরাময় সম্ভব?
চিকিৎসকরা বলছেন, যে কোনও বয়সেই এই রোগ হতে পারে। বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের পর দেখা দিতে পারে জিবি সিনড্রোম। ডায়ারিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ বা ভাইরাল ইনফেকশনের পরেও হতে পারে। চিকিৎসকরা বলছেন, উপসর্গ থাকলে EMg এবং নার্ভ কনডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে এই রোগ। সময় মতো চিকিৎসা শুরু হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নিরাময় সম্ভব।
আরও পড়ুন : 'জুতো পরে নেতাজি মূর্তিতে মাল্যদান, জনতার তাড়া খেয়ে', অনুষ্ঠান ছাড়তে হল বিশ্বনাথকে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















