WB News Live Updates:দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ, উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা
Get the latest West Bengal News and Live Updates: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Background
শিবপুরের (Shibpur) কাছে দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) অ্যাপ্রোচ রোডে (Approach Road) রহস্যমৃত্যু। ‘হাওড়া ময়দানে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বিক্রম সিংহ। দঃ হাওড়ার বকুলতলার বাসিন্দা বিক্রম সিংহ। কীভাবে অ্যাপ্রোচ রোডে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার? প্রশ্ন পরিবারের।সঙ্গে একজন থাকার দাবি পরিবারের, সে কে? তদন্তে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু, প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ
এবার শান্তিনিকেতনের (Shantiniketan) জাল নোটের হদিশ। ফটোকপির দোকানে সিআইডির অভিযান। জাল নোটের ব্যবসা চলছিল বলে খবর ছিল, দাবি পুলিশ সূত্রে
আর্থিক দুর্নীতির অভিযোগ, ফের রাজ্যপালের দরবারে শুভেন্দু অধিকারী। ‘মা ক্যান্টিন ও ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয়েছে, সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে’। ‘দুর্নীতি’র তদন্ত চেয়ে রাজ্যপালের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর।ট্যুইট করে শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা নিজেই জানালেন রাজ্যপাল
কেন্দ্রীয় প্রকল্পের আওতায় তৈরি হয়েও দীর্ঘদিন বন্ধ বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প। দুর্গাপুর শহরের বর্জ্য জমতে জমতে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে পশ্চিম বর্ধমানের শঙ্করপুর এলাকায়। দুর্গন্ধে জেরবার এলাকার মানুষ। তৃণমূল পরিচালিত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি। চলছে রাজনৈতিক তরজা।
পুরুলিয়ায় জঙ্গলমহল উৎসবে আমন্ত্রণ পত্র ঘিরে বিতর্ক। রাজ্য সরকারের উৎসবে আমন্ত্রণ পত্রে নাম না থাকায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন জেলা সভাধিপতি। সরকারি নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে, দাবি জঙ্গলমহল উৎসব কমিটির সদস্য শান্তিরাম মাহাতোর। এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি
ভেজাল এবং নিম্নমানের নুন ধরতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। জোর দেওয়া হল বাজারে বিক্রি হওয়া নুনের গুণগত মান পরীক্ষায়। প্রতি মাসে প্রতিটি ব্লক থেকে ২০টি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য জারি হল নির্দেশিকা।
West Bengal News Live Updates: দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ, উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা
এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ। উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা। একদল দুষ্কৃতী দলের ওপর চড়াও আরেক দুষ্কৃতী দল। সংঘর্ষে আহত দুজন, ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
WB News Live Updates: করোনা আবহে শহরে ব্রিদ অ্যানালাইজার দিয়ে চলছে পরীক্ষা
চালকরা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা করোনা আবহে শহরে ব্রিদ অ্যানালাইজার দিয়ে চলছে পরীক্ষা। লাউডন স্ট্রিটে গাড়ি-বাইক থামিয়ে চলছে পরীক্ষা। রাত ১০টার পর জোর দেওয়া হচ্ছে বিধিনিষেধে






















