WB Live News Updates: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: মধ্যরাতে সরগরম দিল্লি, টানটান নাটক। রাতেই অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানি। আদালতের নির্দেশে বিচারকের বাড়িতে অনুব্রত (Anubrata Mondal)। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজত (Enforcement Directorate)।
৩ দিন ইডি হেফাজতের নির্দেশের পরেও নিরুত্তর অনুব্রত। মধ্যরাতে কেষ্টর শুনানি।
শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে টিএমসিপি (TMC) নেতা, মেটালেন খাবার বিলও। আলোচনায় কেষ্টকন্যার গাড়িচালকও (Sukanya Mondal)। হেফাজতে থেকেও কীভাবে কথা, উঠছে প্রশ্ন।
সাগরদিঘি বিপর্যয়ের পর মমতার (Mamata Banerjee) সংখ্যালঘু-রিপোর্ট পেশের নির্দেশের পরদিনই ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল। ফিরহাদের (Firhad Hakim) জায়গায় এলেন বিধায়ক তপন দাশগুপ্ত।
পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। কাঁঠালবেড়িয়া স্কুলের মাঠে চলল ৬ রাউন্ড গুলি! আহত ১ তৃণমূল কর্মী। আনা হল আরজিকরে। এলাকায় তুমুল উত্তেজনা।
বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মাসে রাজ্যে মৃত্যু ১১৩ জন শিশুর। সরকারি হাসপাতালে শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল।
দোলের দিনে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। মানিকতলা, রানিকুঠি, সোনারপুরে দুর্ঘটনা। পরে ৩ জনের মৃতদেহ উদ্ধার।
নাগাল্যান্ডে নেইফিউ রিও, মেঘালয়ে কনরাড সাংমা। ২ রাজ্যে ২ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন আজ ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথেও।
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ঢাকা। ধূলিস্যাত গুলিস্তানের বহুতল। অন্তত ১৫ জনের মৃত্যু, আহত শতাধিক। কারণ নিয়ে ধোঁয়াশা।
WB Live News: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু
অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু। বিসি রায় হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু। জ্বর-সর্দি নিয়ে ভর্তি করা হয় ১৪ মাসের শিশুটিকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। ২ মাসে বেসরকারি মতে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জন।
WB Live Updates: মুর্শিদাবাদে বিধ্বংসী আগুন
মুর্শিদাবাদের নগর এলাকায় আতসবাজির দোকানে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর,দোল উপলক্ষে রাস্তায় বাজি পাঠানোর সময় বাজির আগুন ছিটকে গিয়ে পড়ে আগুন লেগে যায় আতসবাজির দোকানে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে দোকানে। দোকানের সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে। ঘটনায় একজন জখম হয়েছেন।
WB Live News: শহরে ফের যকের ধনের হদিশ
শহরে ফের যকের ধনের হদিশ, উদ্ধার কোটি কোটি টাকা। নিউটাউনে কল সেন্টারে পুলিশের হানা, উদ্ধার টাকার পাহাড়। ৩ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার।
WB Live Updates: হোলির ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে ছাত্র মৃত্যু
হোলির ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে ছাত্র মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারের সদ্য প্রাক্তনের মৃত্যু
WB Live News: কোলাঘাটে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন
কোলাঘাটের নোনাচক গ্রামে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন । মজুত করা তেল বেআইনিভাবে বিক্রির অভিযোগ। মজুত তেলে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বাড়ির মধ্যে থাকা ২টি বাইক ও সরঞ্জাম। অগ্নিকাণ্ডে তেলের ট্যাঙ্ক ফেটে ভয়ঙ্কর শব্দ। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বেপাত্তা বাড়ির মালিক, অসুস্থ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে।