এক্সপ্লোর
Advertisement
Hanuman Temple: হনুমান মন্দির সংস্কারে ৮০ লাখ টাকার জমি দান বেঙ্গালুরুর মুসলিম ব্যক্তির
৬৫ বছর বয়সি ব্যবসায়ী বাশা হনুমান মন্দিরটির লাগোয়া তিন একর জমির মালিক। সম্প্রতি তাঁর নজরে আসে যে মন্দিরটি সংস্কার করার জন্য তোড়জোড় শুরু করেছেন কিছু গ্রামবাসী। আর তার পরপরই তিনি এই খবরও পান যে সংস্কারের জন্য যথেষ্ট জায়গা, অর্থ জোগাড় করতে পারছেন না তাঁরা। ক্রমে মন্দিরের ট্রাস্টির লোকেরাই বাসার কাছে সাহায্য চান।
বেঙ্গালুরু: একটি হনুমান মন্দির সংস্কারের জন্য ৮০ লক্ষ টাকা অর্থমূল্যের জমি দান করলেন এক মুসলিম। এইচএমজি বাশা নামর ওই ব্যক্তি বেঙ্গালুরুর কাডুগোড়ি এলাকার বাসিন্দা।
বাসা জানান, মাস ছয়েক আগে স্থানীয় গ্রামবাসীরা পুরনো মন্দিরটি ভাল করে সংস্কার করার সিদ্ধান্ত নেন। তখনই আমি সিদ্ধান্ত নিই নিজের জমির থেকে একটা ছোট অংশ দান করব। বাশা এইভাবে হিন্দুদের মন্দির সংস্কারের জন্য নিজের জমি দানের সিদ্ধান্ত নিয়ে একটা নজির গড়েছেন এলাকায়। তাঁর এলাকার সব ধর্মের মানুষ প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আনজানেয়া স্বামী মন্দিরটি বেঙ্গালুরু-হোসকোটে হাইওয়ের উপর অবস্থিত।
জানা গিয়েছে, ৬৫ বছর বয়সি ব্যবসায়ী বাশা হনুমান মন্দিরটির লাগোয়া তিন একর জমির মালিক। সম্প্রতি তাঁর নজরে আসে যে মন্দিরটি সংস্কার করার জন্য তোড়জোড় শুরু করেছেন কিছু গ্রামবাসী। আর তার পরপরই তিনি এই খবরও পান যে সংস্কারের জন্য যথেষ্ট জায়গা, অর্থ জোগাড় করতে পারছেন না তাঁরা। ক্রমে মন্দিরের ট্রাস্টির লোকেরাই বাসার কাছে সাহায্য চান। তখনই তিনি জমি দান করার সিদ্ধান্ত নেন। ট্রাস্ট তাঁর কাছে মাত্র ১.৫ সেন্ট জমি চেয়েছিল। সেখানে তিনি দান করেন ১.৫ গুন্টা। বাজারদর অনুসারে এই জমির দাম প্রায় ৮০ লক্ষ টাকা। বাশা বলেন, আমি অনেক সময়ই দেখেছি যে পুজোর সময়, প্রার্থনার সময়ে মন্দিরে দাঁড়ানোর, বসার জায়গা পেতে বিশেষ করে অসুবিধায় পড়ছেন গ্রামের মহিলারা। তাই গ্রামবাসীরা সংস্কার করার চেষ্টা শুরু করছেন দেখে এবং ট্রাস্টির আবেদনে সাড়া দিয়ে আমি খানিকটা জমি দান করার সিদ্ধান্ত নিই। এদিকে, ট্রাস্ট এতটাই খুশি যে তারা বাশার ছবি দেওয়া পোস্টার গ্রামের দেওয়ালে দেওয়ালে সেঁটে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement