এক্সপ্লোর
তৈরি হবে ১০০ কোটি ডোজ, নাকে স্প্রে করে করোনা টিকার প্রযুক্তি পেল ভারত বায়োটেক
এই টিকার পাশাপাশি ভারত বায়োটেক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে কোভ্যাক্সিন করোনা টিকা। সেটির এখন গোটা দেশে দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে।
হায়দরাবাদ: ভারত বায়োটেক ও আমেরিকার বায়োটেক ফার্ম প্রিসিশন ভাইরোলজিক্স যুগ্মভাবে করোনার একটি অ্যাডিনোভাইরাস টিকার প্রযুক্তিগত অধিকার পেল। এই টিকা নাকের মাধ্যমে শরীরে স্প্রে করা হবে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন থেকে এই রাইটস জিতেছে তারা।
প্রয়োজনীয় সম্মতি মিলে গেলে ভারত বায়োটেক এই নাসাল করোনা টিকা গোটা বিশ্বে সরবরাহ করবে, তবে বাদ পড়বে আমেরিকা, জাপান এবং ইউরোপ। ভারত বায়োটেক বলেছে, নাকে স্প্রে করা হবে বলে এই টিকা দেওয়া সূঁচ বা সিরিঞ্জের থেকে দেওয়া সহজ হবে, ফলে কমে যাবে টিকার দাম। লাইসেন্স সংক্রান্ত চুক্তি হয়ে গেলেই শুরু হবে এই টিকার ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট। প্রথম পর্যায়ের ট্রায়াল হবে সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন অ্যান্ড ট্রিটমেন্ট ইভালুয়েশন ইউনিটে। তারপর সরকারি সম্মতি মিলে গেলে ভারত বায়োটেক এ দেশে শুরু করবে টিকা পরীক্ষা।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা জানিয়েছেন, এই টিকা তৈরিতে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত, তাঁদের আশা, এর ১০০ কোটি ডোজ তৈরি হবে, যাতে ১০০ কোটি মানুষকে ১টি করে ডোজ দেওয়া যায়। টিকা তৈরিতে তাঁদের অভিজ্ঞতা, টিকা তৈরি এবং বিলির ক্ষমতা নিরাপদ ও পকেটসাধ্য টিকা তৈরিতে তাঁদের অন্যদের থেকে এগিয়ে রেখেছে বলে তিনি জানিয়েছেন। বিশ্বের সব মানুষের কাছে অতি প্রয়োজনীয় করোনা টিকা পৌঁছে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
এই টিকার পাশাপাশি ভারত বায়োটেক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে কোভ্যাক্সিন করোনা টিকা। সেটির এখন গোটা দেশে দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement