Bihar Complete Lockdown: বেলাগাম সংক্রমণ, ১৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা বিহার সরকারের
মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।
পাটনা: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আগামী ১৫ মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি।
कल सहयोगी मंत्रीगण एवं पदाधिकारियों के साथ चर्चा के बाद बिहार में फिलहाल 15 मई, 2021 तक लाॅकडाउन लागू करने का निर्णय लिया गया। इसके विस्तृत मार्गनिर्देशिका एवं अन्य गतिविधियों के संबंध में आज ही आपदा प्रबंधन समूह (Crisis management Group) को कार्रवाई करने हेतू निदेश दिया गया है।
— Nitish Kumar (@NitishKumar) May 4, 2021">
বিহারে লাগাতার বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। অবস্থা বিচার করে রাজ্যের চার হাসপাতাল প্রধান এবং আইএমএ-র রাজ্য দফর থেকে ১৫ দিনের লকডাউনের আর্জি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারই এই সিদ্ধান্ত নেন নীতীশ কুমার।
এর আগে বিহারে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছিল। গত ১৮ এপ্রিলই এই সিদ্ধান্তের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী। জানানো হয়, রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন কার্ফু। একইসঙ্গে করোনা রুখতে নতুন গাইডলাইন লাগু করেছে বিহার সরকার।
গাইডলাইনে জানানো হয়, আগামী ১৫ মে পর্যন্ত রাজ্যজুড়ে বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল, ক্লাব, জিম, পার্ক। ১৫ মে পর্যন্ত স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি স্কুল, কলেজও বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত।
তবে নির্দেশিকা অনুযায়ী, সবজি, ফল, ডিম, মাছ, মাংসের দোকান সন্ধে ৬টার মধ্যে বন্ধ করতে হবে। ধাবা এবং রেস্তোরাঁ থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে রাত ৯টা পর্যন্ত। এক-তৃতীয়াংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ চলবে। বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে অফিস। তবে জরুরি পরিষেবা বহাল রেখে সম্পূর্ণ লকডাউনের পথেই হাটল বিহার।
দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ২ কোটি ছুঁয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা।