Bihar Firing Death: গন্ডগোলের জেরে শ্যুটআউট! ৬ জন গুলিবিদ্ধ, মৃত ২
Bihar Shootout:সূত্রের খবর, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে বিয়েঘটিত বিরোধের জেরেই এই গুলিচালনার ঘটনা ঘটেছে।
লক্ষ্মীসরাই: বিহারের (Bihar) লক্ষ্মীসরাইতে নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে চলল গুলি (Shootout)। ৬ জন গুলিবিদ্ধ হন, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীসরাইয়ের পাঞ্জাবি মহল্লায় প্রতিবেশীদের গন্ডগোলের জেরে গুলি চলে বলে পুলিশ সূত্রে খবর।
এ দিন এই ঘটনাটি ঘটেছে বিহারের কাবাইয়া থানার পাঞ্জাবি মহল্লার ১৫ নম্বর ওয়ার্ডে। হামলায় আহতদের সবাইকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নিহত দুই ব্যক্তির স্ত্রী, বোন এবং বাবা। গুলিচালনার ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে প্রেমঘটিত বিরোধের জেরেই এই গুলিচালনার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবি মহল্লার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস চৌধুরী গুলি চালিয়েছে। তাঁর গুলির আঘাতেই মারা গিয়েছেন বছর ৩১-এর চন্দন ঝা এবং রাজনন্দন ঝা। গুলিচালনার ঘটনায় জখম হয়েছেন দুর্গা ঝা, চন্দন ঝা-এর স্ত্রী প্রীতি দেবী, রাজনন্দন ঝা-এর স্ত্রী লাভলী দেবী এবং শশীভূষণ ঝা। পুলিশ জানিয়েছে, গুলিচালনার ঘটনার পর তাঁদের চিকিৎসার জন্য লক্ষীসরাই সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাটনায় পাঠিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত আশিস চৌধুরীকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।
#WATCH | Bihar: Lakhisarai SP Pankaj Kumar says "The incident took place in Punjabi Mohalla. 6-7 members of a family were returning from Chhath Ghat when a man, Ashish Chaudhary who used to stay in front of the victim's house opened fire on them. Six people were shot, out of… pic.twitter.com/CcBy18hTco
— ANI (@ANI) November 20, 2023
নিহত দুই ব্যক্তি চন্দন এবং রাজনন্দনের মা জানান, তিনি দুর্গা মন্দিরে পুজো করছিলেন। এই সময় তিনি জানতে পারেন পাঞ্জাবি মহল্লায় কেউ গুলি করেছে। তিনি যখন দৌড়চ্ছিলেন, তখন আহতদের রিকশায় করে হাসপাতালে আনা হচ্ছিল। তিনি বলেন, 'আশিসই গুলি করেছে। ও চেয়েছিল যে আমরা ওর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিই। আমরা সেটায় রাজি না হওয়ায় এই ঘটনা ঘটেছে।'
আরও পড়ুন: বিশাখাপত্তনমের জেটিতে ভয়াবহ আগুন, পুড়ে খাক অন্তত ১৫টি নৌকা