এক্সপ্লোর
বন্যার জলে বাড়িতেই আটক বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি, উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
অন্যদিকে, মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পটনা ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

পটনা: বন্যাকবলিত বিহারের পরিস্থিতি ভয়ানক। সোমবার বন্যার জলে নিজের বাড়িতেই আটকে পড়লেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, অন্যান্য বহু মানুষের সঙ্গে একটি নৌকায় বসে রয়েছেন সুশীল মোদি। হাঁটুজল পেরিয়ে তাঁকে উদ্ধার করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। উপ-মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে রক্ষা করা গেলেও রাজ্যে বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। লাগাতার বৃষ্টি এবং তার জেরে বন্যায় বিধ্বস্ত গোটা বিহার। বহু মানুষ ঘরছাড়া। ফসলের জমি জলমগ্ন। বিহার সরকারের পাশে দাঁড়িয়ে সোমবার উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বন্যাকবলিত বেশ কিছু এলাকা পর্যবেক্ষণ করেছেন। সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, 'অতিরিক্ত বৃষ্টির জেরে গঙ্গার জল বেড়ে যাওয়ায় বন্যার কবলে পড়েছে গোটা রাজ্য। তবে সঠিক ও উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সরকার। মানুষের পাশে রয়েছে সরকার।' অন্যদিকে, মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পটনা ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পটনায় বন্ধ স্কুল-কলেজ। কোশী, গন্ডক, বাগমতি নদীর জল কমার কোনও লক্ষণই আপাতত নেই। প্রবল বর্ষণে ব্যাহত রেল পরিষেবা। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।#WATCH: Bihar Deputy Chief Minister Sushil Modi who was stranded at his residence in Patna, rescued by National and State Disaster Response Forces personnel. #BiharFlood pic.twitter.com/WwdbAcTWy6
— ANI (@ANI) September 30, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















