এক্সপ্লোর
Advertisement
সুশান্তর বাবার এফআইআর দায়েরের পরেই 'নিরুদ্দেশ' রিয়া চক্রবর্তী
রিয়া সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন, যাতে সুশান্তের মৃত্যু তদন্ত মুম্বইতে নিয়ে আসা যায়।
মুম্বই: অভিনেত্রী রিয়া চক্রবর্তীর খোঁজ মিলছে না। সুশান্ত সিংহ রাজপুতের বাবা এফআইআর দায়ের করার পর থেকেই আর দেখা যায়নি তাঁকে। পুলিশ সন্ধান করছে তাঁর।
সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিংহ মঙ্গলবার ছেলের বান্ধবী রিয়ার বিরুদ্ধে পটনার রাজীব নগর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন। তাতে তাঁর বিরুদ্ধে নানা ধারায় অভিযোগ আনেন তিনি, তার মধ্যে ছিল প্রতারণা করা, অর্থ আত্মসাৎ করে তাঁকে পরিত্যাগ করা, শেষমেষ আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। এরপরই ৪ সদস্যের পটনা পুলিশ গতকাল মুম্বইতে আসে বিষয়টির তদন্ত করতে। জানা গিয়েছে, রিয়ার ফ্ল্যাটে গিয়ে তারা দেখে, অভিনেত্রী নিখোঁজ। অন্য সূত্রে খবর, রিয়া গ্রেফতার হওয়ার ভয়ে বিহার পুলিশের সামনে আসেননি, আগাম জামিন চাইছেন তিনি।
পুলিশ এখন তাঁর সন্ধান করছে। এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে রিয়া নিজেই অবশ্য সুশান্ত মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত চান। জানা গিয়েছে, তিনি সতীশ মানেশিন্দে নামক জনৈক আইনজীবীর সাহায্য নিচ্ছেন। এই সতীশ সলমন খান ও সঞ্জয় দত্ত মামলায় তাঁদের সাহায্য করেছেন। তাঁর সাহায্যে রিয়া সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন, যাতে সুশান্তের মৃত্যু তদন্ত মুম্বইতে নিয়ে আসা যায়।
১৪ জুন মুম্বইয়ের বাসভবন থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। মহেশ ভট্ট, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনশালী, রাজীব মাসান্দ সহ এই মামলায় এখনও ৪১ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। যদিও মহারাষ্ট্র সরকার মামলা সিবিআইকে দিতে অস্বীকার করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement