এক্সপ্লোর
Advertisement
মন্ত্রী, এমপিদের ৩০ শতাংশ বেতন, ভাতা কমানোর বিল পাশ রাজ্যসভায়, এমপিল্যাড বন্ধের বিরুদ্ধে সরব সাংসদরা
রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, সাংসদদের একটা বড় অংশ বেতনের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম বেতন নিতে রাজি হওয়া প্রশংসনীয় কাজ, কিন্তু এমপিল্যাডের টাকা তো জনসাধারণের। এমপিল্যাড একান্ত বন্ধ রাখতে হলে দুবছরের কম সময়ের জন্য রাখা হোক।
নয়াদিল্লি: সাংসদ, মন্ত্রীদের বেতন ও ভাতা ৩০ শতাংশ কমানোর উদ্দেশ্যে আনা বিল এবার সর্বসম্মতিক্রমে পাশ হল রাজ্যসভায়। ২ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও প্রহ্লাদ জোশী মন্ত্রীদের বেতন ও ভাতা (সংশোধনী) বিল, ২০২০ ও সাংসদদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী ) বিল, ২০২০ রাজ্যসভায় পেশ করেন আজ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের তরফে বিলটি পেশ করছেন বলে রাজ্যসভায় জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কংগ্রেস, বিজু জনতা দল ও অন্য দলের সদস্যরা একযোগে বিলটি সমর্থন করলেও কেন্দ্রের কাছে যত দ্রুত সম্ভব এমপিল্যাড তহবিল ফের চালু করার জন্য দাবি করেন। বলেন, তাঁরা নিজ নিজ সংসদীয় কেন্দ্রের জনগণের সাহায্যের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থ কাজে লাগান, কোভিড-১৯ অতিমারিতে উদ্ভূত পরিস্থিতিতে যা খুব কাজে আসবে।
এর আগে এআইএডিএমকে সাংসদ এ বিজয়কুমার ও বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য্যও দাবি করেছিলেন, আগের বছরের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা রিলিজ করে দিক সরকার।
প্রসঙ্গত, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয় সোমবার, চলবে ১ অক্টোবর পর্যন্ত।
একাধিক এমপি সরকারের ২ বছরের জন্য এমপিল্যাড বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এই তহবিলের অর্থ স্থানীয় জনতার দাবিদাওয়া, চাহিদা পূরণে খরচ করা হয়, তা মার খাবে। রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, সাংসদদের একটা বড় অংশ বেতনের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম বেতন নিতে রাজি হওয়া প্রশংসনীয় কাজ, কিন্তু এমপিল্যাডের টাকা তো জনসাধারণের। এমপিল্যাড একান্ত বন্ধ রাখতে হলে দুবছরের কম সময়ের জন্য রাখা হোক। আমি আবেদন করব, এটা শুধু এক বছরের জন্য বন্ধ থাকুক, তাও মোট বরাদ্দের অর্ধেক ছাঁটা হোক, বাকিটা এমপিদের দেওয়া হোক।
অন্যদিকে আরজেডি সাংসদ মনোজ কুমার বলেন, একদিকে যখন তীব্র অর্থসঙ্কট চলছে, সেসময় সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টকে বিলাসিতা মনে হয়, নতুন সংসদ ভবন তৈরির প্রকল্প স্থগিত থাকুক, যেমন বন্ধ রাখা উচিত সরকারি বিজ্ঞাপনে অর্থব্যয়ও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement