![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
BJP Candidate List 2021: বেহালা পশ্চিমে শ্রাবন্তী, ভবানীপুরে রুদ্রনীল, বরানগরে পার্নো, বিজেপির প্রার্থী তালিকায় চাঁদের হাট
WB Election 2021 BJP Candidate List Announcement LIVE Updates: আজই বিজেপির পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। সেইমতো ঘোষণা হল রাজ্য বিধানসভা নির্বাচনের বাকি পর্বগুলির নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা।
LIVE
![BJP Candidate List 2021: বেহালা পশ্চিমে শ্রাবন্তী, ভবানীপুরে রুদ্রনীল, বরানগরে পার্নো, বিজেপির প্রার্থী তালিকায় চাঁদের হাট BJP Candidate List 2021: বেহালা পশ্চিমে শ্রাবন্তী, ভবানীপুরে রুদ্রনীল, বরানগরে পার্নো, বিজেপির প্রার্থী তালিকায় চাঁদের হাট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/18/0e90823425c4e117d7e37deb083aefce_original.jpg)
Background
কলকাতা: আজই বিজেপির পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা। সেইমতো আজ দিল্লি থেকে ঘোষণা হল রাজ্য বিধানসভা নির্বাচনের বাকি পর্বগুলির দলীয় প্রার্থীদের নামের তালিকা।
গতকাল দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক চলে। বৈঠক সেরে সকালে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিন্হা ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা। বিজেপি নেতারা জানান, প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় কমিটি। আজই প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, শেষ পর্যায়ের প্রার্থী তালিকা তৈরির কাজ শেষ। হয়ত আজকেই ঘোষণা হয়ে যাবে। এছাড়া, নির্বাচন প্রস্তুতি কতদূর হয়েছে, কীভাবে হচ্ছে, সেই নিয়ে আলোচনা চলে। সেই খোঁজ নেন কেন্দ্রীয় নেতারা।
প্রার্থী নিয়ে দলের মধ্যে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ বলেন, নির্বাচন হলে এরকম ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। দলের নেতারা কথা বলছেন সকলের সঙ্গে। একসঙ্গে মিলে বিজেপিকে জেতাব।
BJP candidate list 2021: শ্যামপুকুরে সন্দীপন বিশ্বাস
শ্যামপুকুরে সন্দীপন বিশ্বাস।
BJP candidate list 2021: জলঙ্গিতে চন্দন মণ্ডল
জলঙ্গিতে চন্দন মণ্ডল।
BJP candidate list 2021: ডোমকলে রুবিয়া খাতুন
ডোমকলে রুবিয়া খাতুন।
BJP candidate list 2021: নওদায় অনুপম মণ্ডল
নওদায় অনুপম মণ্ডল।
BJP candidate list 2021: হরিহরপাড়ায় তন্ময় বিশ্বাস
হরিহরপাড়ায় তন্ময় বিশ্বাস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)