এক্সপ্লোর
২০১৪-য় পেয়েছিল ১১টি, ফঢ়নবিশের নিজের জেলা নাগপুরেই ১২ আসনের মধ্যে বিজেপি কমে হল ৬
খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের আরেক হেভিওয়েট নেতা নিতিন গডকরীর নিজের জায়গা। সেই নাগপুরেই এবার খারাপ ফল করেছে বিজেপি।

নয়াদিল্লি: খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের আরেক হেভিওয়েট নেতা নিতিন গডকরীর নিজের জায়গা। সেই নাগপুরেই এবার খারাপ ফল করেছে বিজেপি। ২০১৪-র বিধানসভা ভোটে ১২টির মধ্যে ১১টিই পেয়েছিল তারা। ৫ বছর পর তাদের প্রাপ্ত আসন সংখ্যা নেমে এল মাত্র ৬-এ। বাকিগুলির মধ্যে কংগ্রেস ৪টি, এনসিপি ১টি পেয়েছে। একটিতে জিতেছেন নির্দল প্রার্থী। কংগ্রেস নাগপুর সিটি ও নাগপুর গ্রামীণ এলাকায় ২টি আসন পেয়েছে। এনসিপি, নির্দল প্রার্থী গ্রামীণ এলাকায় একটি করে আসন জিতেছে। নাগপুর উত্তরে (তফসিলি সংরক্ষিত) বর্তমান বিজেপি বিধায়ক মিলিন্দ মানেকে ২০৬৯৪ ভোটে হারিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস প্রার্থী নিতিন রাউত। কংগ্রেসের নাগপুর সিটি প্রধান বিকাশ ঠাকরে নাগপুর পশ্চিম কেন্দ্রে ৬৩৬৭ ভোটে নিকটতম বিজেপি প্রার্থী সুধাকর দেশমুখকে পরাস্ত করেছেন। দেশমুখ বিধায়ক ছিলেন। আবার সাওনার কেন্দ্রে বর্তমান কংগ্রেস বিধায়ক সুনীল কেদার ২৫৯৫৬ ভোটে বিজেপির রাজীব পোতদারকে পরাজিত করেছেন। উমরেদ কেন্দ্রে জিতেছেন কংগ্রেসের রাজু পারওয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক সুধীর পারওয়েকে তিনি ১৮০২৯ ভোটের ব্যবধান হারিয়েছেন। কাতোলে প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ নিকটতম বিজেপি প্রার্থী চরণসিংহ ঠাকুরকে পরাজিত করেছেন ১৭০৫৭ ভোট। বিদ্রোহী শিবসেনা তথা নির্দল প্রার্থী আশিস জয়সওয়াল বিজেপির বর্তমান বিধায়ক মল্লিকার্জুন রেড্ডিকে ২৪৪১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নাগপুর গ্রামীণেপ রামটেক কেন্দ্রে। নাগপুর দক্ষিণে কংগ্রেসের গিরীশ পান্ডব হেরেছেন বিজেপির মোহন মাতের কাছে, ৪০১৩ ভোটে। নাগপুর সেন্ট্রালে যুব কংগ্রেস নেতা বান্টি শেলকে বিজেপির বর্তমান বিধায়ক বিকাশ কুম্ভারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৪১২৪ ভোটে হেরে গিয়েছেন। কাম্পতি কেন্দ্রে কংগ্রেসের সুরেশ ভোয়ারকে ১১১১৬ ভোটে পরাজিত করেছেন বিজেপির টেকচাঁদ সাওয়ারকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















