Kangana Ranaut: ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ‘বেফাঁস’ পোস্ট, অস্বস্তি বাড়ালেন কঙ্গনা, ফোন করে মোছাতে হল নাড্ডাকে
Donald Trump: পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি নিয়ে নিত্যনতুন দাবি করে চলেছেন ট্রাম্প।

নয়াদিল্লি: যুদ্ধবিরতি ঘোষণা হলেও, পাকিস্তানের সঙ্গে সংঘাত চলছেই। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। সেই আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন বিজেপি-রই সাংসদ কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সমালোচনা করে লেখা পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট মুছতে বাধ্য করা হল তাঁকে। (Kangana Ranaut)
পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি নিয়ে নিত্যনতুন দাবি করে চলেছেন ট্রাম্প। বাণিজ্য শুল্ক নিয়েও ভারত আমেরিকার সামনে মাথা নুইয়েছে বলে কার্যত দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, প্রযুক্তি সংস্থা Apple-কে ভারতে ব্যবসা বাড়ানো থেকেও বিরত থাকতে বলেছেন ট্রাম্প। কূটনৈতিক ভাবেই তাঁর এইসব দাবিদাওয়ার জবাব দিচ্ছে কেন্দ্র। (Donald Trump)
কিন্তু সেই আবহেই বিজেপি সাংসদ কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে একটি লেখা পোস্ট করেন। কঙ্গনা লেখেন, ‘(ভারতের প্রতি) ভালবাসা হারানোর কী কারণ হতে পারে, ১) উনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা, ২) ট্রাম্পের এটা দ্বিতীয় দফা, ভারতের প্রধানমন্ত্রীর তৃতীয়, ৩) নিঃসন্দেহে ট্রাম্প হলেন Alpha Male, কি
Kangana Ranaut has deleted this tweet.
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) May 15, 2025
Day by day, she is proving that she is India’s first low IQ MP 😭😭 pic.twitter.com/aWpAh1ejcj
কঙ্গনার ওই পোস্ট সকলের নজর কাড়ে। কিন্তু কিছু ক্ষণ পরই সেটি মুছে দেন তারকা সাংসদ। পোস্ট মোছার কারণ জানিয়ে লেখেন, ‘শ্রদ্ধেয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আমাকে ফোন করেছিলেন। ট্রাম্পের Apple কর্তা টিম কুককে ভারতে ব্যবসা না বাড়াতে বলা নিয়ে যে পোস্ট করেছিলাম, তা মুছতে বলেন আমাকে। নিজের একান্ত ব্যক্তিগত মতামত পোস্ট করার জন্য অনুশোচনা হচ্ছে আমার। নির্দেশ মেনে সেটি ইনস্টাগ্রাম থেকেও মুছে দিয়েছি আমি। ধন্যবাদ’।
কাতার সফরে ভারতে আমেরিকার বিনিয়োগ নিয়ে ইঙঅগিতপূর্ণ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “"আমি ওঁকে (টিম কুক) বললাম, বন্ধু, তোমার সঙ্গে তো ভাল ব্যবহার করেছি। ৫০০ বিলিয়ন ডলার নিয়ে এসেছো। কিন্তু শুনলাম, এখন না কি ভারতের বিভিন্ন প্রান্তে (কারখানা) গড়ছো? আমি চাই না ভারতে তুমি গড়ো। ভারতের বাজারের কথা মাথায় রেখে সেখানে এসব করা যেতেই পারে। কিন্তু ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয়। সেখানে বিক্রি করা খুব কঠিন। এত বছর ধরে চিনে যে সব কারখানা গড়েছো, পাশে থেকেছি। ভারতে তোমার বিনিয়োগ নিয়ে আমরা আগ্রহী নই। ভারত নিজের খেয়াল নিজে রাখবে।”
Respected national president Shri @JPNadda ji called and asked me to delete the tweet I had posted regarding Trump asking Apple CEO Tim Cook not to manufacture in India.
— Kangana Ranaut (@KanganaTeam) May 15, 2025
I regret posting that very personal opinion of mine, as per instructions I immediately deleted it from…
আমেরিকার পণ্যের উপর ভারত শুল্ক কমিয়ে শূন্যে নিয়ে যেতেও রাজি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। যদিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্য শুল্ক নিয়ে কোনও পাকা কথা হয়নি তাঁদের মধ্যে। অর্থাৎ আমেরিকা এবং ট্রাম্পের ব্যাপারে অত্যন্ত সাবধানী অবস্থান নিচ্ছে কেন্দ্র। আর সেই আবহেই ট্রাম্পকে নিয়ে পোস্ট করে অস্বস্তি বাড়িয়ে তোলেন কঙ্গনা। তাঁকে নিরস্ত করতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় নাড্ডাকে।


















