মুখ্যমন্ত্রীর দফতরের সামনে ছেলেকে নিয়ে অনশনের হুমকি বিজেপির নবান্ন অভিযানে গ্রেফতার বলবিন্দরের স্ত্রীর
বিজেপির নবান্ন অভিযানে হাওড়া ময়দানে গ্রেফতার হওয়ার পর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলবিন্দর
কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে অস্ত্র সহ গ্রেফতার বলবিন্দর সিং-এর মুক্তির দাবিতে সরব স্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতরের সামনে ছেলেকে নিয়ে অনশনে বসার হুমকি!!
তাঁর স্ত্রী করণজিত্ কৌরের অভিযোগ, গত কয়েক দিনে বহু জায়গায় দরবার করেও সুরাহা হয়নি। এমনকী রাজ্যপালেরও দ্বারস্থ হয়েছেন তিনি। বলেন, অনেকের কাছে গিয়েছি। ঘুরেছি, কোনও সমাধান হয়নি। এবার মুখ্যমন্ত্রী সময় না দিলে বা হস্তক্ষেপ না করলে শনিবার থেকে অনশনে বসব।
এই প্রেক্ষিতে দিল্লির শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমিটি আরও একবার দাবি করেছে, বলবিন্দরের বৈধ লাইসেন্স আছে। সভাপতি মনজিন্দর সিং সিরসা বলেন, মুখ্যমন্ত্রীয় কাছে সময় চাওয়া হচ্ছে। ধারা যা লাগানো হয়েছে তা ভুল। লাইসেন্স খতিয়ে দেখুক প্রশাসন। লিগাল লাইসেন্স ছিল সর্বভারতীয় লাইসেন্স।
আইন আইনের পথে চলছে, পাল্টা জানয়েছে তৃণমূল। পুর ও নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আইন আইনের পথে চলছে, বিজেপি উস্কানি দিচ্ছে, নোংরা রাজনীতি করছে। বাংলায় শিখদের সঙ্গে বিভেদ নেই।
বিজেপির নবান্ন অভিযানে হাওড়া ময়দানে গ্রেফতার হন বলবিন্দর সিং। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বিজেপি সূত্রের দাবি, বলবিন্দর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গী প্রিয়াঙ্গু পাণ্ডের দেহরক্ষী। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলবিন্দর।