Delhi Elections: BJP-তে যোগ দিলেই ১৫ কোটি? বিধায়ক ভাঙানোর চেষ্টা, অভিযোগ AAP-এর
Delhi Election 2025: শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার আগে বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ।

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আম আদমি পার্টির। বিজেপি-র তরফে বিধায়ক ভাঙানোর খেলা শুরু হয়েছে বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের দলের। তাদের দাবি, দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, তাদের সাত প্রার্থীকে মাথাপিছু ১৫ কোটি টাকা করে দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়েছে, যাতে আম আদমি পার্টি ছেড়ে তাঁরা বিজেপি-তে যোগ দেন। (Delhi Elections)
শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার আগে বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির টিকিটে প্রার্থী হয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে সাত জনকে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দিলে ১৫ কোটি টাকা করে দেওয়া হবে বলে দেওয়া হয়েছে প্রলোভন। (Delhi Election 2025)
এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি-র বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তোলেন সঞ্জয়। তাঁর কথায়, 'আম আদমি পার্টির সাত বিধায়কের কাছে ফোন এসেছে। বিজেপি-র তরফে ফোন করে ১৫ কোটি টাকা করে দেওয়ার হবে বলে প্রলোভন দেখানো হয়। আম আদমি পার্টি ছেড়ে বিজেপি-তে যোগ দিতে বলা হয়েছে। বিজেপি আম আদমি পার্টিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে।"
#WATCH | Delhi: AAP MP Sanjay Singh says, "Seven MLAs (of AAP) have received phone calls from some BJP elements, who have offered to give them Rs 15 crore to leave the Aam Aadmi Party and join the BJP... We have told the MLAs to record such audio calls and complain about it. If… pic.twitter.com/YbYhfu7rEC
— ANI (@ANI) February 6, 2025
বিজেপি জানে হারবে, তাই দল ভাঙানোর খেলায় নেমেছে বলেও দাবি করেন সঞ্জয়। তাঁর বক্তব্য, "ভোটগণনার আগেই হার মেনে নিয়েছে বিজেপি। তাই দেশের অন্যত্র যেমনটা করে বেড়ায়, দিল্লিতেও দল ভাঙানোর খেলায় নেমে পড়েছে।" সঞ্জয় জানিয়েছেন, বিধায়কদের ফোনের কথোপকথন রেকর্ড করে রাখতে বলা হয়েছে। সেই মতো অভিযোগ জানানো হবে। কেউ দেখা করতে এলে, গোপন ক্যামেরায় তাও তুলে রাখতে বলা হয়েছে।
বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট দিতে যান ৬০ শতাংশ মানুষ। শনিবার ফলঘোষণার কথা। কিন্তু তার আগে বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপি-র জয়ের ইঙ্গিত মিলেছে। যদিও ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী আম আদমি পার্টি। এই নির্বাচন কেজরিওয়ালের কাছে প্রেস্টিজ ফাইটও বটে। কারণ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর যখন জামিন পান, নিজে থেকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। মানুষ ফের জিতিয়ে আনলেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে ঘোষণা করেন তিনি। নির্বাচনী প্রচারে যদিও কোনও খামতি রাখেননি তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন সাজাতে কোটি কোটি টাকা খরচ থেকে আবগারি দুর্নীতির বার বার ঘুরেফিরে উঠে এসেছে বিজেপি-র মুখে। এমনকি জাতীয় স্তরে যে I.N.D.I.A জোটে শামিল আম আদমি পার্টি, তার শরিক কংগ্রেসও কেজরিওয়ালকে সরাসরি নিশানা করেছে। এমতাবস্থায় দিল্লিতে কেমন ফল করে আম আদমি পার্টি, সেই দিকে তাকিয়ে সকলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
