এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর নিয়ে বৈঠক ব্রিটেনের লেবার পার্টির প্রধানের সঙ্গে, কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে ভারত, আক্রমণ বিজেপির
ব্রিটেনের শ্রমিক দলের শীর্ষনেতা করবিন ট্যুইট করেছেন, ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটেনের প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ফলদায়ী আলোচনা হল। সেখানে কথা হয়েছে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে।
নয়াদিল্লি: ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিনের দাবির জেরে কংগ্রেসকে আক্রমণ বিজেপির। কংগ্রেসের ব্রিটেনের প্রতিনিধিদের সঙ্গে কাশ্মীর নিয়ে তিনি আলোচনা করেছেন বলে করবিন জানানোর পরই সরব হয়েছে বিজেপি। ব্রিটেনের শ্রমিক দলের শীর্ষনেতা করবিন ট্যুইট করেছেন, ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটেনের প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ফলদায়ী আলোচনা হল। সেখানে কথা হয়েছে কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। হিংসা, উত্তেজনার প্রশমন চাই, যে ভীতি ও হিংসার চক্র দীর্ঘদীন ধরে গোটা অঞ্চলকে দীর্ণ করেছে, তার অবসান ঘটাতে হবে। কাশ্মীর ইস্যুতে করবিনের ঘোষিত অবস্থানে মোটেই খুশি নয় ভারত সরকার। সেই তিনি বৈঠকের একটি ছবিও ট্যুইটারে পোস্ট করেছেন যাতে ব্রিটেনে প্রবাসী কংগ্রেসের নেতৃত্ব দেওয়া কমল ঢালিওয়ালকেও অন্যদের মধ্যে দেখা যাচ্ছে।
Appalling! @INCIndia owes it to the people of India to explain what its leaders are telling foreign leaders about India.
India will give a befitting reply to Congress for these shameful shenanigans! https://t.co/Sb0MThF17A
— BJP (@BJP4India) October 10, 2019
বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপি ট্যুইট করেছে, ভয়াবহ! কংগ্রেসের ভারতের জনগণের কাছে জবাবদিহি করা উচিত কেন তাদের নেতারা বিদেশি নেতাদের সঙ্গে ভারত সম্পর্কে আলোচনা করছেন। এই নির্লজ্জ অসততার জন্য ভারত কংগ্রেসকে উপযু্ক্ত জবাব দেবে। করবিনের কাছেও ব্যাখ্যা চেয়েছে বিজেপি। গেরুয়া দলের বিদেশ বিষয়সংক্রান্ত শাখার ইনচার্জ বিজয় চৌথওয়ালে বলেছেন, এই হল কংগ্রেস। ব্রিটেনের লেবার পার্টির নেতার উপদেশ নিচ্ছে! সরাসরি পাকিস্তানে নিজেদের প্রভুদের কাছেই যাক না ওরা!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement