Major Vikrant Kumar Jaitly: আমিরশাহিতে আটক সেনার প্রাক্তন অফিসার, বলিউড অভিনেত্রীর ভাই, ১৪ মাস ধরে টানাপোড়েন, কেন্দ্রের কাছে রিপোর্ট চাইল আদালত
Celina Jaitly's Brother Detained in UAE: দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেলিনা।

নয়াদিল্লি: অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন। কিন্তু হঠাৎই খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী সেলিনা জেটলি। নায়িকার ভাই, সেনার অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে আটক। আজ বলে নয়, গত ১৪ বছর ধরে UAE-তে আটক অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত। ভাইকে দেশে ফেরাতে আদালতের দ্বারস্থ হয়েছেন সেলিনা। (Celina Jaitly's Brother Detained in UAE)
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেলিনা। ভারতের বিদেশমন্ত্রক যাতে বিষয়টি নিয়ে পদক্ষেপ করে, আইনি প্রক্রিয়া শুরু করে এবং চিকিৎসা পরিষেবা প্রদান করে তাঁর ভাইকে, আবেদন জানিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে UAE-তে আটক অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত। সেলিনার দাবি, বেআইনি ভাবে তাঁর ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে অপহরণ করা হয়। (Major Vikrant Kumar Jaitly)
দিল্লি হাইকোর্টের তরফে বিদেশমন্ত্রকে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভাইয়ের সঙ্গে সেলিনা যাতে যোগাযোগ রাখতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। স্ত্রীর সঙ্গও যোগাযোগ করিতে দিতে হবে অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্তের। মামলা এখন কোন জায়গায় রয়েছে, সেই নিয়ে বিদেশমন্ত্রককে রিপোর্টও জমা দিতে হবে আদালতে। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিনা। পরে সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে দীর্ঘ লেখাও পোস্ট করেন সেলিনা। এতদিন ছোটাছুটির পর অবশেষে আশার আলো দেখছেন বলে জানান।
View this post on Instagram
সেলিনার আইনজীবী জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত একজন ভারতীয় নাগরিক। সরকারের উচিত তাঁকে আইনি সহায়তা প্রদান করা। দিদি সেলিনা ছাড়া অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্তের রক্তের সম্পর্কের আত্মীয় আর কেউ নেই বলেও আদালতে জানানো হয়। অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্তের স্ত্রীও এই মুহূর্তে UAE-তে রয়েছেন। আদালতে সেলিনা জানান, ভারতীয় দূতাবাস, কনস্যুলেট, বিদেশমন্ত্রকের কাছে গত এক বছরে বার বার করে আবেদন জানিয়েও কোনও সাহায্য় মেলেনি। অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কী অবস্থায় আছেন, আইনি প্রক্রিয়া সম্পর্কে কিছু জানানো হয়নি তাঁদের। আগামী ৪ ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি।
আইনি এবং অর্থনৈতিক সাহায্য়ের পাশাপাশি, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাঁর ভাইয়ের কাছে সবরকমের মানবিক এবং চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন সেলিনা। আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা সম্মেলনের নীতি নিয়ম মেনে যাতে তাঁর ভাইয়ের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেই আবেদনও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেলিনা লেখেন, ‘এক সৈনিকের হয়ে লড়াই। হাইকোর্টের ফটকে দাঁড়িয়ে লিখছি, ১৪ মাস পর সুড়ঙ্গের শেষে আশার আলো দেখতে পাচ্ছি। ভাই, আমাদের জন্য লড়াই করেছো এতদিনষ এবার আমাদের পালা। একবছর ধরে উত্তর খুঁজে বেড়াচ্ছি আমি। দেশের সরকারের কাছে আবেদন, লড়াই করে, নিরাপদে তোমাকে ফিরিয়ে আনা হোক। ভারচীয় সৈনিককে বিদেশে অজানা কারণে নিশানা করা হয়েছে। সরকারের কাছে সাহায্য় চাইছি, দেশের রক্ষকের জন্য নিরাপত্তা চাইছি’।
এখনও পর্যন্ত যে খবর সামনে এসেছে, তা অনুযায়ী, ২০১৬ সাল থেকেই UAE-তে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত। সেখানে MATITI Group সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ব্যবসা-বাণিজ্য, কনসালটেন্সি তথা রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে যুক্ত ছিলেন। সরকারি কৌঁসুলি নিধি রমণ জানিয়েছেন, একটি মামলায় সংযোগ উঠে আসায় আটক করা হয় তাঁকে। বিদেশ মন্ত্রক তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে। কেন সেলিনার ভাইকে আটক করা হয়েছে, তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তাঁকে আটক করে রাখা হয়েছে বলে খবর। সেলিনার বাবা কর্নেল বিক্রম কুমার জেটলিও ভারতীয় সেনার ডাকাবুকো অফিসার ছিলেন। তাঁকে সকলে 'টাইগার' বলে সম্বোধন করতেন।






















