Viral News:৯ দশক পর লাইব্রেরিতে ফিরল বই, 'লেট ফি'? মোটে ৫ ডলার
Book Returned After 90 Years:দেরিতে বই দিলে জরিমানার নিয়ম সব লাইব্রেরিতেই চালু রয়েছে। তা বলে ৯০ বছর পর বই ফেরত? অবিশ্বাস্য ঠেকলেও এমনই ঘটেছে নিউ ইয়র্কের লারকমন্ট পাবলিক লাইব্রেরিতে।
নিউ ইয়র্ক: দেরিতে বই দিলে জরিমানার নিয়ম সব লাইব্রেরিতেই (Book Returned To New York Library) চালু রয়েছে। তা বলে ৯০ বছর পর বই ফেরত? অবিশ্বাস্য ঠেকলেও এমনই ঘটেছে নিউ ইয়র্কের লারকমন্ট পাবলিক লাইব্রেরিতে (New York Library)। গত জুলাই মাসে ভার্জিনিয়ার এক বাসিন্দা লাইব্রেরি কর্তৃপক্ষকে যোগাযোগ করে জানান, তাঁর সৎ বাবার সংগ্রহে এমনই একটি বই রয়েছে। গত সেপ্টেম্বরে বইটি মেল করে ফেরত পাঠিয়ে দেন তিনি। সঙ্গে ৯০ বছরের 'লেট ফি'ও দিতে হয়েছে তাঁকে। পরিমাণ? ৫ মার্কিন ডলার।
কী জানা গেল?
৯০ বছর পর যে বইটি নিউ ইয়র্কের লাইব্রেরিতে ফেরত এসেছে সেটি জোসেফ কনরাডের লেখা। নাম 'ইয়ুথ অ্যান্ড টু আদার স্টোরিজ'। ১৯২৬ সালে প্রথম 'চেক আউট' ব্যবস্থা শুরু করে লারকমন্ট পাবলিক লাইব্রেরি। তার পর থেকে কোনও বই এত দীর্ঘমেয়াদে পড়তে নেওয়ার রেকর্ড এটি। লারকমন্টের লাইব্রেরিয়ান ক্যারোলাইন কানিংহাম জানাচ্ছেন, যে ব্যক্তি বইটি লাইব্রেরি থেকে নিয়েছিলেন তিনি সে সময় গ্রামের দিকে থাকতেন। তার পর কী ভাবে সেটি হাতবদল হয়ে ভার্জিনিয়ায় পৌঁছল, কেনই বা সেটি নিয়ে গত ৯ দশক ধরে লাইব্রেরি কর্তৃপক্ষ সে ভাবে কোনও খোঁজখবর করেননি, প্রশ্ন উঠছে। আপাতত যা জানা যাচ্ছে, তাতে ভার্জিনিয়ার জোয়ানি মর্গান নামে এক যুবতী নিউ ইয়র্কের ওই লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করে জানান, তাঁর সংবাবার জিনিসপত্রের থেকে বইটির হদিশ পেয়েছেন।
প্রতিক্রিয়া...
লারকমন্ট পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ক্যারোলাইন কানিংহাম বলেন, 'আমরা খুবই অবাক হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম, উনি ঠিক লাইব্রেরিতে ফোন করছেন তো? কারণ আমরা এরকম বহু ফোন পাই যেখানে মানুষজন আমাদের ভার্জিনিয়ার লারকমন্ট লাইব্রেরি ভেবে ফোন করেন।' নিউ ইয়র্কের লাইব্রেরির তথ্য অনুযায়ী, বইটি ইস্যু হয়েছিল জিমি এলিসের নামে। সেই সময় তিনি গ্রামের দিকে প্রথমা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। ১৯৭৮ সালে মারা যান জিমি। লাইব্রেরি থেকে মোটে দুটি ব্লক দূরে ছিল তাঁদের বাড়ি। নিজে পড়াশোনা করতে ভালোবাসতেন, সন্তানদেরও নিয়মিত পড়াতেন। সেই সূত্রেই কি এই বই লাইব্রেরি থেকে নেওয়া? কিন্তু তার পর কী ভাবে তা ভার্জিনিয়ায় পৌঁছল? সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে লাইব্রেরির বই যে লাইব্রেরিতে ফিরেছে, তাতে যারপরনাই নিশ্চিন্ত কর্তৃপক্ষ। কিন্তু লেট ফি মোটে ৫ ডলার? লাইব্রেরিয়ান বললেন, 'ওটাই সর্বোচ্চ জরিমানা।'
আরও পড়ুন:অনেক চ্যালেঞ্জ সামনে,কেমন যাবে আগামী সপ্তাহের বাজার