BrahMos Missiles: চিনকে টপকে ভারতের সঙ্গে সামরিক চুক্তি, কাল ভোরেই ফিলিপিন্স পৌঁছচ্ছে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র
India-Philippines Relations: ফিলিপিন্সের সঙ্গেই এযাবৎকালীন সর্ববৃহৎ সামরিক রফতানি চুক্তি স্বাক্ষর করেছে ভারত।
আশিস সিংহ, নয়াদিল্লি: রাত পোহালেই লোকসভা নির্বাচন। ভোট দিতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ, সেই সময়ই কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। চিনকে চাপে রাখতে ইতিমধ্যেই ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় শুক্রবার সকালেই ফিলিপিন্সে প্রথম দফায় ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র পৌঁছচ্ছে। (BrahMos Missiles)
ফিলিপিন্সের সঙ্গেই এযাবৎকালীন সর্ববৃহৎ সামরিক রফতানি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। শুক্রবার ভোর ভোরই ফিলিপিন্সে ভারতের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র পৌঁছে যাচ্ছে। ভারতীয় বায়ুসেনার IAF C-17 বিমানে চাপিয়ে ফিলিপিন্সে ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে ফিলিপিন্সে। আজ গভীর রাতে নাগপুর থেকে রওনা দেবে বায়ুসেনার ওই বিমান। কাল ভোরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছবে। (India-Philippines Relations)
ফিলিপিন্সে ক্ষেপণাস্ত্র পৌঁছে দেবে ভারতীয় বায়ুসেনার বিমান, তার সঙ্গে তিনটি সাধারণ বিমানও থাকবে, যাতে অন্যান্য সামরিক সরঞ্জাম এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের সহায়ক যন্ত্রাংশ থাকবে। ফিলিপিন্সের উপকূলীয় নিরাপত্তার কাজে ভারতে তৈরি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। পশ্চিম ফিলিপিন্স সাগরে আধিপত্য নিয়ে চিনের সঙ্গে সংঘাত রয়েছে ফিলিপিন্সের। সেই আবহে ভারতের সঙ্গে ফিলিপিন্সের এই সামরিক চুক্তিতে চিনের উপর চাপ বাড়বে বলে মনে করছেন কূটনীতিকরা।
২০২২ সালের জানুয়ারি মাসে ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তির ঘোষণা করে ভারত। চুক্তি যদিও ২০২১ সালের ৩১ ডিসেম্বরই স্বাক্ষরিত হয়। বিদেশে সামরিক সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ফিলিপিন্সের সঙ্গে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম অন্য দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম রফতানির এত বড় চুক্তি স্বাক্ষর করল ভারত। পাশাপাশি, এই চুক্তির মাধ্যমে ফিলিপিন্সের সঙ্গে সখ্য বাড়িয়ে চিনকে চাপে রাখার কৌশলও বজায় রইল।
মোট ২,৭০০ কোটি টাকার বিনিময়ে ভারতের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছে ফিলিপিন্স। ওই চুক্তির আওতায় ২৯০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কিনছে তারা। ক্ষেপণাস্ত্রের তিনটি ব্যাটারিও তাদের বিক্রি করছে ভারত। পাশাপাশি, ওই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হবে তাদের। গত বছর ফেব্রুয়ারি মাসে ফিলিপিন্স নৌসেনার ২১ সৈনিককে প্রশিক্ষণও দেওয়া হয়।
পৃথিবীর দ্রুততম সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস। ভারতের Defence Research and Development Organisation (DRDO) এবং রাশিয়ার NPO Mashinostroyeniya যৌথ ভাবে ব্রাহ্মোস তৈরি করেছে। তবে ব্রাহ্মোসের ৮৫ শতাংশই ভারতে তৈরি। ফিলিপিন্সের সঙ্গে এই চুক্তির ফলে ভারতের সামরিক সরঞ্জাম রফতানিতেও বৃদ্ধি দেখা গিয়েছে। ২০২৩-'২৪ অর্থবর্ষে ভারতের সামরিক রফতানির পরিমাণ ছিল ২১, ০৮৩ কোটি টাকার, যা তার আগের বছরের তুলনায় ৩২.৫ শতাংশ বেশি।