Ukraine Chopper Crash: কিভের কাছে ভেঙে পড়ল ইউক্রেনের কপ্টার, নিহত মন্ত্রী-সহ একাধিক
Helicopter Crash: একটি কিন্ডারগার্ডেনের কাছে ভেঙে পড়েছে সেদেশের হেলিকপ্টারটি। নিহতদের তালিকায় শিশুও।
কিভ: ইউক্রেনে (Ukrain) ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ইউক্রেনের রাজধানী কিভের (Kyiv) কাছে একটি কিন্ডারগার্ডেনের কাছে ভেঙে পড়ল সেদেশের কপ্টার ( Chopper Crash)। ওই ঘটনায় মারা গিয়েছেন মোট ১৬ জন। মৃতদের মধ্যে রয়েছেন ইউক্রেনের এক মন্ত্রী। নিহতদের তালিকায় রয়েছে ২ শিশু।
দুর্ঘটনার পর মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে। বিপুল এলাকা জুড়ে আগুনের হল্কা। চারিদিকে ছোটাছুটি করছেন বাসিন্দারা। এখনও পর্যন্ত কপ্টার ভেঙে পড়ার কারণ জানা যায়নি।
কী বলছে স্থানীয় প্রশাসন:
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন মারা গিয়েছেন। ইউক্রেনের এক মন্ত্রী Denys Monastyrsky, তাঁর ডেপুটি এবং একাধিক সরকারি উচ্চপদস্থ আধিকারিক মারা গিয়েছেন বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে প্রায় ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে অন্তত ১০ শিশু রয়েছে।
🇺🇦🚁🔥A kindergarten destroyed as a result of a helicopter crash pic.twitter.com/WZx2Bk5ArN
— AZ 🛰🌏🌍🌎 (@AZgeopolitics) January 18, 2023
সূত্রের খবর, কপ্টার ভেঙে (Helicopter Crash) পড়ার সময় কিন্ডারগার্ডেনে শিশুরা এবং সেখানকার কর্মীরা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। যেখানে কপ্টার ভেঙে পড়েছে, সেই শহরের নাম ব্রোভারি (Brovary), ওই এলাকা কিভের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে।
যুদ্ধের একেবারে প্রথমদিকে এখানেই তীব্র লড়াই হয়েছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। পরে রাশিয়া সেখান থেকে তােদর সেনা তুলে নেয়।
কদিন আগেই হামলা:
এখনও বিভিন্ন সময় রাশিয়া ও ইউক্রেনের প্রবল সংঘর্ষ চলছে। কদিন আগেই Dnipro-তে একটি আবাসনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ৪৫ জন মারা গিয়েছিলেন। তাদের মধ্য়ে ৬ শিশুও ছিল।
সম্প্রতি নেপালেও দুর্ঘটনা:
রবিবার নেপালে ভেঙে পড়ে একটি বিমান। রানওয়েতে নামার একটু আগেই দুর্ঘটনায় পড়ে বিমানটি। বিমানে ৬৮ জন যাত্রী ও চালক সহ ৪ জন বিমানকর্মী ছিলেন। সকলেই মারা গিয়েছেন বলে সূত্রের খবর। সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার