Viral News: ১ কোটি, ২ কোটি নয়, লটারিতে ১৮০০ কোটি জিতলেন এক ব্যক্তি, 'ঐতিহাসিক' জয়ে রাতারাতি ধনকুবের
Historic Lottery Win: ইউরোমিলিয়ন জ্যাকপটে ওই বিপুল পরিমাণ টাকা জিতেছেন ওই ব্যক্তি।
নয়াদিল্লি: লটারিতে রাতারাতি ভাগ্য পরিবর্তনের সুযোগ কমজনেরই হয়। তবে ইদানীং কালে লটারি নিয়ে বিতর্কও কম নেই। সেই আবহেই লটারি জিতে ইতিহাস রচনা করলেন ব্রিটেনের এক নাগরিক। এক কোটি, দু'কোটি বা পাঁচ কোটি নয়, সবমিলিয়ে লটারির টিকিট কেটে ১৭৭ মিলিয়ন পাউন্ড জিতেছেন তিনি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০০ কোটি টাকা। (Viral News)
ইউরোমিলিয়ন জ্যাকপটে ওই বিপুল পরিমাণ টাকা জিতেছেন ওই ব্যক্তি। এমনিতে লটারির বাজারে চোরা কারবারিদের জাল পাতা থাকে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই ব্যক্তি একাই ওই বিপুল পরিমাণ টাকা লটারিতে জিতেছেন বলে জানা যাচ্ছে। ০৭, ১১, ২৫, ৩১, ৪০ নম্বরের টিকিট কাটেন ওই ব্যক্তি। লটারি বিশেষজ্ঞ অ্যান্ডি কার্টার জানিয়েছেন, কোনও এক ব্যক্তির লটারিতে এত টাকা জেতার নজির তেমন নেই। এটা সকলের মনে থাকবে। (Historic Lottery Win)
শুধু তাই নয়, রাতারাতি ওই ব্যক্তি The National Lottery's Rich List-এও জায়গা করে নিয়েছেন। লটারি জিতে কে কত ধনী হয়েছেন, তার তালিকায় নাম উঠেছে। বড়দিনের আগে ওই ব্যক্তি এত টাকা জেতায় অভিভূত সাধারণ মানুষও। যে ব্যক্তি ওই বিপুল পরিমাণ টাকা জিতেছেন, তিনি রাতারাতি হ্যারি স্টাইলস, অ্যাডেলের মতো তারকাদেরও সম্পদের নিরিখে ছাপিয়ে গেলেন।
লটারি বিজেতার নাম সামনে আসেনি। কারণ নিয়ম অনুযায়ী, লটারি বিজেতা চাইলে নিজের নাম প্রকাশ করতে পারেন। তিনি না চাইলে কেউ প্রকাশ করবেন না। তবে লটারির টাকা তাঁর হাতে উঠে যাওয়ার পর নাম প্রকাশ করতে বাধা নেই। এত টাকার লটারি কেউ জিতেছেন, খবর সামনে আসার পরই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ফোন করে ওই ব্যক্তি লটারি বিক্রেতার সঙ্গে টিকিটের নম্বর মিলিয়ে নেন বলে জানা গিয়েছে।
তবে সচরাচর না ঘটলে, এমন বিপুল টাকা লটারিতে জেতার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালের ১৯ জুলাই ব্রিটেনেই এক ব্যক্তি ১৯৫ ডলার জেতেন লটারিতে। ২০২২ সালের ১০ মে জো এবং জেস থয়েট ১৮৪ মিলিয়ন ডলার জেতেন। এবার যিনি জয়ী হলেন, তিনি ব্রিটেনের তৃতীয় সর্বোচ্চ লটারি বিজেতা হিসেবে গন্য হলেন। এত টাকা লটারিতে জেতার অর্থ শুধুমাত্র অর্থবলে এগিয়ে যাওয়াই নয়, ব্রিটেনের সেরা ধনীদের মধ্যে গন্য হওয়ার সৌভাগ্যও হয়।