এক্সপ্লোর
Advertisement
সাম্বায় পাকিস্তানি সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ, মুখ ঢাকা করাচি লেখা বালির বস্তায়!
সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের ফন্দিফিকিরের খোঁজে নিয়মিত সচেষ্ট বলে তাঁরা নিয়মিত খবর পান, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ অফিসার। বৃহস্পতিবার সীমান্তের বেড়া থেকে ৫০ মিটার দূরে বিএসএফের টহলদার দলের চোখে সুড়ঙ্গটি নজরে পড়ে।
নয়াদিল্লি: পাকিস্তান থেকে সুড়ঙ্গপথে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ছক! জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় ২০ ফুট দীর্ঘ, তিন-চার ফুট চওড়া একটি সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। সুড়ঙ্গের উত্স সীমান্তের ওপারে, পাকিস্তানের মাটিতে। সাম্বার বাসান্তার এলাকায় আন্তর্জাতিক সীমানার কাছে ভারতীয় ভূখণ্ডে ওই সুড়ঙ্গের খোঁজ মিলতেই নড়েচড়ে বসেছে সীমান্ত রক্ষী বাহিনী। এমন আরও সুডৃ়ঙ্গ খোঁড়া হয়েছে কিনা, জানতে বড়সড় অভিযানে নেমেছে তারা।
On 28 August 2020, alert troops of BSF detected a tunnel of appx 20 feet long of 3-4 feet wide in Indian territory near International Border in Basantar area in District Samba, Jammu. pic.twitter.com/dZS35vvHG4
— BSF (@BSF_India) August 29, 2020
ট্যুইট করে বিএসএফ বলেছে, ওই সুড়ঙ্গ আড়াল করতে তার মুখ চাপা দেওয়া হয়েছে পাকিস্তানে তৈরি বালির বস্তায়। বস্তার গায়ে শকরগড়, করাচি শব্দগুলি লেখা। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৭০ মিটার দূরে সুড়ঙ্গের শুরু। তার গন্তব্য ভারতীয় ভূখণ্ডে স্থানীয় এক চাষির জমিতে। সুড়ঙ্গটি চিহ্নিত করে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার পাকিস্তানি ছক ভেস্তে দেওয়া গিয়েছে বলে জানিয়েছে বিএসএফ। অনুপ্রবেশ মোকাবিলায় নিযুক্ত সদাসতর্ক বিএসএফ জওয়ানদের চেষ্টায় ফের সন্ত্রাসবাদীদের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ হল।
पिछले कई दिनों से कुछ जानकारी मिल रही थी कि सांबा एरिया में पाकिस्तान की ओर से कोई सुरंग खुदी हुई है। इसके लिए कुछ स्पेशल टीम ग्राउंड पर काम कर रही थीं। उनमें से एक टीम ने कल शाम को बार्डर के 150 गज के अंदर एक सुरंग को ढूंढ निकाला है: @BSF_India pic.twitter.com/XkA7eeweFa
— Prasar Bharati News Services (@PBNS_India) August 29, 2020
সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের ফন্দিফিকিরের খোঁজে নিয়মিত সচেষ্ট বলে তাঁরা নিয়মিত খবর পান, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ অফিসার। বৃহস্পতিবার সীমান্তের বেড়া থেকে ৫০ মিটার দূরে বিএসএফের টহলদার দলের চোখে সুড়ঙ্গটি নজরে পড়ে। অফিসারটি বলেন, পাকিস্তানের চিহ্ন দেওয়া প্লাস্টিকের বালির বস্তা সুড়ঙ্গের মুখে দেখতে পায় দলটি। মাটির ২৫-৩০ ফুট নীচে সেটি খোঁড়া হয়েছে। সুড়ঙ্গ থেকে নিকটতম পাকিস্তানি সীমান্ত চৌকি প্রায় ৪০০ মিটার দূরে।
জম্মু ও কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখার জনৈক অফিসার বলেছেন, সুড়ঙ্গ খনন করে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়ার এই পাকিস্তানি ছক বেশ পুরানো। মনে হচ্ছে, পাকিস্তান হামাস জঙ্গিদের কৌশল নিয়েছে যারা ইজরায়েলে ঢুকতে মাটির তলায় গর্ত খোঁড়ে।
গত বছরের সেপ্টেম্বরেও পাকিস্তান সীমান্ত বরাবর ওপার থেকে খোঁড়া সুড়ঙ্গের সন্ধানে অভিযান চালায়, এজন্য মাটি খোঁড়ার রাডারও কাজে লাগায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement