G20 Summit: ২০৪৭-এর ভারতে জায়গা হবে না দুর্নীতি, জাতপাতের : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের জি২০ প্রেসিডেন্সির থিম হল 'বসুধৈব কুটুম্বকম'। এটি শুধুমাত্র একটি স্লোগান নয়। বরং আমাদের সাংস্কৃতিক রীতিনীতি থেকে প্রাপ্ত দর্শন।
G20 Summit: "২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে ভারত (India)। দুর্নীতি, জাতিভেদ, সাম্প্রদায়িকতার কোনও স্থান থাকবে না আমাদের জনজাতির জীবনে।" দিল্লিতে জি২০ সামিট (G20 Summit) অনুষ্ঠিত হওয়ার আগে ৩ সেপ্টেম্বর, ২০২৩, পিটিআইকে (PTI) দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই মতপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কথায় বিশ্বে জিডিপি (GDP) কেন্দ্রিক দৃশ্যপট থেকে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেছেন এই বিষয়ে অনুঘটকের কাজ করছে আমাদের দেশ ভারত। বিশ্বের কল্যাণের জন্য পথপ্রদর্শক নীতি হতে পারে 'সবকা সাথ, সবকা বিকাশ'- এই ভাবনা।
জি২০ সামিট
জি২০ শীর্ষ সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতের তরফে অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি তাঁর হৃদয়ের খুব কাছাকাছি বিষয়। তিনি আরও বলেছেন, জি২০- র ক্ষেত্রে ভারতের কথা এবং দৃষ্টিভঙ্গি বিশ্বের স্তরে শুধুমাত্র একটি ধারণা নয় বরং ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে দেখা হয়েছে। এখানেই শেষ নয়। ভারতের জি২০ প্রেসিডেন্সি তথাকথিত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশের ক্ষেত্রেও আস্থার বীজ বপন করেছে।
বসুধৈব কুটুম্বকম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের জি২০ প্রেসিডেন্সির থিম হল 'বসুধৈব কুটুম্বকম'। এটি শুধুমাত্র একটি স্লোগান নয়। বরং আমাদের সাংস্কৃতিক রীতিনীতি থেকে প্রাপ্ত দর্শন। তাঁর কথায়, "১.৫ কোটিরও বেশি ভারতীয় সারাবছরব্যাপী জি২০ সামিটের বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত রয়েছেন। এই সম্মেলনে আফ্রিকা অগ্রাধিকার পাচ্ছে। সকলের কথা না শুনে পৃথিবীর কোনও ভবিষ্যত পরিকল্পনা কখনও সফল হবে না।" এর পাশাপাশি জি২০ বৈঠকের ক্ষেত্রে কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশ প্রসঙ্গে পাকিস্তান এবং চিনের আপত্তির বিষয়টিও খারিজ করে দিয়ে বলেছেন, "দেশের প্রতিটি প্রান্তে সভা হওয়াই স্বাভাবিক।"
ভারতে উন্নতি-বৃদ্ধির সম্ভাবনা
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, "দীর্ঘকাল ভারতকে ১০০ কোটি ক্ষুধার্থ মানুষের দেশ হিসেবে গণ্য করা হত। কিন্তু এখান সেখানে রয়েছে ১০০ কোটি উচ্চাকাঙ্খী মন। ২০০ কোটি দক্ষ হাত। ভারতীয়দের কাছে বিকাশের ভিত্তি স্থাপনের দুর্দান্ত সুযোগ রয়েছে যা আগামী হাজার বছর ধরে স্মরণ করা হবে।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, অদূর ভবিষ্যতে বিশ্বের অর্থনীতির নিরিখে প্রথম তিনে স্থান পাবে ভারত। তিনি এও বলেছেন যে, "এক দশকেরও কম সময়ে আমাদের দেশ পাঁচ ধাপ এগিয়ে গিয়েছে।"
আরও পড়ুন- কাশ্মীর-অরুণাচলে G20 বৈঠকে পাকিস্তান-চিনের আপত্তি ? কড়া বার্তা প্রধানমন্ত্রীর : সূত্র PTI