By Election Result 2023: উত্তরপ্রদেশে অ্যাডভান্টেজ 'I.N.D.I.A' জোট, প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে অখিলেশের দল
UP By Election Result:উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে অ্যাডভান্টেজ 'ইন্ডিয়া' জোট। উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে অখিলেশের (Akhilesh Yadav) দল। কেরলের পুথুপল্লি ও উত্তরাখণ্ডের বাগেশ্বরে এগিয়ে কংগ্রেস। ত্রিপুরার বক্সনগরে এগিয়ে বিজেপি। ভোটে সন্ত্রাসের অভিযোগে গণনা বয়কট বামেদের।
লোকসভা নির্বাচনের আগে উপনির্বাচন বড় প্রভাব ফেলবে কি ?
প্রসঙ্গত, বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে অবশ্যই ৬ রাজ্যের এই ৭ বিধানসভা উপনির্বাচন অবশ্যই বড় পরীক্ষা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। এদিকে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে সবথেকেই বড় ইস্যু হল বিরোধী জোটের নামকরণ বনাম দেশের নাম বদলের ইস্যু। একদিকে সদ্যই বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া (I.N.D.I.A)।
উত্তরপ্রদেশে অ্যাডভান্টেজ 'I.N.D.I.A' জোট
আর এই বিরোধী জোটের তরফেই দাবি করা হয়েছে, যে ভয় পেয়েছে কেন্দ্রের বিজোপি সরকার। এমনকি ভয় পেয়ে চাপের মুখেই নাকি রান্নার গ্যাসের দামও কমিয়েছে মোদি সরকার, অন্তত এমনটাই দাবি তুলেছিলেন কিছু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিরোধী জোটকে ভয় পাওয়া নিয়ে সুর মিলিয়েছেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। তবে জাতীয় স্তরেও কংগ্রেসের সুরও এক। তবে এই বিরোধী জোটই উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে প্রভাব ফেলল শেষ অবধি ?
অখিলেশ যাদব
জাতীয় রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী, একদিকে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি, মূল্যবৃদ্ধির সঙ্কট, বেকারত্ব। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মতো অভিযোগে মোদি সরকারকে যখন বিরোধীরা চেপে ধরার চেষ্টা করছে। তখন বিরোধী নেতাদের বিরুদ্ধে মোদি সরকারের অস্ত্র দুর্নীতির অভিযোগ। যা নিয়ে পশ্চিমবঙ্গে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। সম্প্রতি কলকাতায় পা রেখে সেই বিষয়টি নিয়েই সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি। সেবার অখিলেশ যাদব বলেছিলেন, 'বাংলায় তৃণমূলের কম নেতা জেলে আছেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বহু বিধায়ক, নেতা মিথ্যে মামলায় জেলে আছেন, বিজেপি যেই দলকে ভয় পায়, সেই দলের নেতাদের বাড়িতেই সিবিআই-ইডি পাঠায়।'
আরও পড়ুন, পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়
৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা
উল্লেখ্য, ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। ত্রিপুরার যে ২টি কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে বক্সনগরে শেষবার জিতেছিল সিপিএম। আর ধনপুরে জিতেছিল বিজেপি। এবার এই ২ কেন্দ্রেই প্রার্থী দেয়নি ত্রিপুরার প্রধান বিরোধী দল টিপ্রামোথা। একইভাবে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বাগেশ্বর যোগীরাজ্য উত্তরপ্রদেশের ঘোসি, JMM-কংগ্রেস-RJD জোট শাসিত ঝাড়খণ্ডের ডুমরি এবং বাম শাসিত কেরলের পুথুপল্লি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। উল্লেখ্য কেরলের পুথুপল্লি থেকে টানা ৫ দশক বিধায়ক ছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চাণ্ডি। তাঁর মৃত্যুতে এই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে।