High Court on Group D Recruitment: ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই তদন্ত, নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি হাইকোর্টের
Calcutta High Court : স্কুলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ২০১৬-তে নির্দিষ্ট সময়সীমার পরেও নিয়োগের অভিযোগে মামলা হয় হাইকোর্টে
সৌভিক মজুমদার, কলকাতা : 'ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই তদন্ত (CBI Enquiry) হতে পারে', ঠিক এই ভাষাতেই স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)। স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে (Group D Recritment) দুর্নীতির অভিযোগ নিয়ে মামলার শুনানিতে এসএসসিকে হুঁশিয়ারি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ আগামীকাল সকালে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন। হাজির হয়ে গোটা বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিতে বলেছেন তিনি। ব্যাখ্যা দিতে বলার সঙ্গেই হুঁশিয়ারির সুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে হতে পারে সিবিআই তদন্ত।
প্রসঙ্গত, স্কুলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ২০১৬-তে নির্দিষ্ট সময়সীমার পরেও নিয়োগের অভিযোগে মামলা হয় হাইকোর্টে। যা নিয়েই স্কুল সার্ভিস কমিশনের বিস্তারিত বক্তব্য চেয়েছে মহামান্য আদালত। হাইকোর্টে হাজির থেকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলার পাশাপাশি হুঁশিয়ারির সুরে সিবিআই তদন্তের বিষয়টি জানিয়েছেন বিচারপতি। আপাতত স্কুল সার্ভিস কমিশনের সচিব গোটা বিষয়টি নিয়ে কী জানান, সেদিকেই নজর সকলের।
আরও পড়ুন- পুরভোট নিয়ে অশ্চিয়তা, 'মামলা বিচারাধীন থাকায় এখনই বিজ্ঞপ্তি নয়' জানাল কমিশন
এদিকে, এখনই পুরভোট করতে রাজি নয় রাজ্য কমিশন (state election commission)। এদিন হাইকোর্টে (kolkata Highcourt) এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের (state election commission) আইনজীবী। আর এরপরেই পুরভোট (Municipality Vote) নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিন কমিশনের তরফে আইনজীবী বলেন, ‘মামলা বিচারাধীন, এখনই পুরভোটের বিজ্ঞপ্তি নয়’। পুরভোট (Municipality Election) নিয়ে বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়ে হাইকোর্ট kolkata Highcourt) জানিয়েছে, পুরভোট নিয়ে বক্তব্য জানিয়ে ২৪ তারিখের মধ্যে রাজ্য ও কমিশন হলফনামা জমা দিক। পরবর্তী শুনানি ২৪ নভেম্বর।
উল্লেখ্য, কলকাতা(Kolkata)-হাওড়ায়(Howrah) আগামী ১৯ ডিসেম্বর ভোট করানোর পক্ষপাতী রাজ্য। সব পুরসভার একসঙ্গে ভোট করানোয় আপত্তি জানিয়ে মামলা করেছে বিজেপি। সেই মামলার শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের।