মৃত্যুর ত্র্যহস্পর্শ! রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়া, জ্বরের বলি আরও ৩
কলকাতা ও উত্তর ২৪ পরগনা: কোথাও ডেঙ্গি। কোথাও ম্যালেরিয়া। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ছড়াচ্ছে আতঙ্ক। ১২ দিন ধরে জ্বরে ভোগার পর দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে মৃত্যু হল বছর ছাপ্পান্নর বিমল রায়ের। ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গি সংক্রমণ থেকে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু। মৃতের ভাইপো তাপস রায়ের দাবি, বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়েছিল। বলে জায়গা নেই, বাড়িতে রেখে চিকিৎসা করুন। মৃত বিমল রায় জ্যাংড়া-হাতিয়ারা পঞ্চায়েতের গৌরাঙ্গনগরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, এই এলাকার অনেকেই জ্বরে আক্রান্ত। কিন্তু হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য, নিয়মিত মশানিধন অভিযান চালানো হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ডেঙ্গির দোসর হয়েছে ম্যালেরিয়া! রবিবার জ্বর নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হন কসবার বাসিন্দা সোনা সিংহ। বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। এপ্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, তথ্য নিয়ে বলব ম্যালেরিয়া কিনা। কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলাগুলিতেও কার্যত একই ছবি। শনিবার থেকে জ্বরে ভুগে এনআরএসে মৃত্যু হয়েছে দেগঙ্গার বাসিন্দা আমজাদ আলির।