UK Corona Strain: ‘ব্রিটিশ স্ট্রেনে’ আক্রান্ত সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি আরও ৪, নমুনা গেল কল্যাণীর NIBMG-তে
৪ জনই ব্রিটেন ফেরত ব্যক্তিদের আত্মীয়
![UK Corona Strain: ‘ব্রিটিশ স্ট্রেনে’ আক্রান্ত সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি আরও ৪, নমুনা গেল কল্যাণীর NIBMG-তে 4 Suspected UK Corona Strain Infected Persons Admitted Beleghata ID Hospital Specimen Sent To Kalyani NIBMG UK Corona Strain: ‘ব্রিটিশ স্ট্রেনে’ আক্রান্ত সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি আরও ৪, নমুনা গেল কল্যাণীর NIBMG-তে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/03203330/beleghata-ID.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ‘ব্রিটিশ স্ট্রেনে’ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ৪ জন। সকলেই বেলাঘাটা আইডি-র বিশেষ ওয়ার্ডে ভর্তি।
জানা গিয়েছে, ৪ জনই ব্রিটেন ফেরত ব্যক্তিদের আত্মীয়। নমুনা পাঠানো হয়েছে কল্যাণীর NIBMG-তে।
এর আগে, বছরের প্রথম দিন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে।
বৃহস্পতিবার কলকাতায় ব্রিটেন ফেরত যুবকের শরীরে মেলে নতুন করোনা স্ট্রেনের হদিশ। এবার আরও এক সন্দেহভাজনের খোঁজ মিলল কলকাতায়। কোভিড আক্রান্ত এই ব্যক্তিও সদ্য ব্রিটেন থেকে ফেরেন।
২০ ডিসেম্বর কলকাতায় ফেরার পর বাড়িতে পর্যবেক্ষণে ছিলেন বছর চল্লিশের ওই ব্যক্তি। জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষা করানো হয়। শুক্রবার ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর নমুনা পাঠানো হয়েছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্সে।
এর আগে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন যে যুবক, তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এই পরিস্থিতিতে নতুন স্ট্রেনে আক্রান্তদের চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে সেখানে রয়েছে ৫০টি বেড।
এই ওয়ার্ডে সন্দেহভাজন রোগীকে চিকিৎসা করা হচ্ছে, বেডের সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।
অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারতে আরও ৪ জনের শরীরে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ মিলেছে।
এর ফলে দেশে নতুন করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩০।
এদিকে, রাজ্যে হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২১১ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২২০।
একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তর ২৪ পরগনায় ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৫৪ হাজার ৭৯ জন।
মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৭৬৬। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৪৪৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬ দশমিক ২৫ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)