কেউ চিনতেই পারল না, গোটা পাড়া স্যানিটাইজ করে চলে গেলেন নাইজেল আকারা
জীবানুমুক্তকরণের কাজে নাইজেল আকারা।

বিধাননগর: লম্বা, সুদীর্ঘ চেহারা। চুল পনিটেল করা। চোখে চশমা, মুখে মাস্ক। হাতে স্যানিটাইজেশন মেশিন নিয়ে গোটা পাড়া জীবানুমুক্ত করছেন এক পুরুষ। বাড়ি বাড়ি গিয়ে হাঁক দিচ্ছেন, দরজা জানালা বন্ধ করে নিন। প্রথমে পুরসভার সাফাই কর্মী ভেবে খুব একটা পাত্তা দেননি কেউ। নাইজেল আকারা বিধাননগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ড স্যানিটাইজ করতে এসেছেন! প্রথমে বিশ্বাস না হলেও পরে জানতে পেরে উৎসাহী অনেক মুখই টলিউডের তারকার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেছেন।

(ছবি- অভিনেতা নাইজেলের ফেসবুক থেকে নেওয়া হয়েছে )
হ্যাঁ, নাইজেল আকারাই বিধাননগর জীবাণুমুক্তকরণে একেবারে রাস্তায় নেমে পড়েছেন। এএইচ, বিএইচ, বিজি, সিজি ব্লক সহ পুলিশ আবাসন, বণশ্রী আবাসন ও বৈশাখী আবসনে স্যানিটাইজেশনের কাজ করলেন ‘মুক্তধারা’ ও ‘গোত্র’ ছবির ‘নায়ক’। হাইড্রোজেন পেরক্সাইড, সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইপোক্রোলাইটের সংমিশ্রণ দিয়েই জীবানুমুক্তকরণের কাজ হয়েছে।
অভিনেত জানিয়েছেন, “আমি জনজীবনে ফেরার পর স্যানিটাইজেশনের কাজই করেছি। কোভিড মহামারীর কারণে অনেক অফিসই স্যানিটাইজেশনের কাজ করার জন্য ডেকেছে। লকডাউনের কারণে আমার কাছে আর কেমিক্যাল ছিল না। সেকারণেই আমি বিধাননগর পুরসভার চেয়ারম্যান অনিতা মণ্ডলকে অনুরোধ করি। তিনিই আমাকে সমস্তরকম বন্দোবস্ত করে দেন।”






















