এক্সপ্লোর
Advertisement
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিক্রম, হাজিরার নোটিস পুলিশের
কলকাতা: দুর্ঘটনার ৬ দিন পর, বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, বিক্রমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।
বিক্রম ছাড়া পাওয়ার খানিকক্ষণ আগে এদিন বাইপাসের ধারে বেসরকারি ওই হাসপাতালে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের মধ্যে বিক্রমকে টালিগঞ্জ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে বিক্রমের দুর্ঘটনার দিনের পোশাক। অভিনেতার রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এদিন টালিগঞ্জ থানায় পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম। গাড়ি কতটা গতিবেগে চলছিল, সিটবেল্ট বাঁধা ছিল কি না, সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করে ডিসি ট্রাফিকের কাছে রিপোর্ট জমা দেবে এই টিম।
গত ২৯ এপ্রিল ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। মৃত্যু বিক্রমের কান ছুঁয়ে বেরিয়ে গেলেও দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতার সঙ্গে থাকা মডেল সনিকা সিংহ চৌহান। বিক্রমের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে সনিকার পরিবার। গাফিলতির জেরে মৃত্যু, সম্পত্তির ক্ষতি এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্যই বিক্রমকে নোটিস দিল পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement