এক্সপ্লোর
Advertisement
আনন্দপুরে প্রৌঢ় দম্পতিকে জমিছাড়া করতে হামলা, কাঠগড়ায় প্রোমোটার
কলকাতা: শহরে ফের প্রোমোটার দৌরাত্ম্যের অভিযোগ। এবার বাইপাস সংলগ্ন আনন্দপুরে। অভিযোগ, প্রৌঢ় দম্পতিকে জমি ছাড়া করতে এক দল দুষ্কৃতী তাঁদের ঘরে ঢুকে চড়াও হয়। অভিযোগ অস্বীকার করেছেন প্রোমোটার।
এন্টালিতে যে দিন প্রোমোটিং বিবাদের জেরে গুলি, সে দিনই আনন্দপুরে প্রোমোটার-দৌরাত্ম্যের অভিযোগ।
বেলেঘাটার বাসিন্দা বছর ষাটের সরস্বতী দেবনাথের দাবি,
তিনি ও তাঁর ছেলে মিলে ২০০২ সালে বাইপাস সংলগ্ন আনন্দপুরে দেড় কাঠা জমি কেনেন।
অভিযোগ, গত কয়েক বছর ধরে, এই জমিটির উপর নজর রয়েছে স্থানীয় প্রোমোটার এবং ভেড়ির মালিক সুকুমার মণ্ডলের। সরস্বতী দেবনাথের দাবি, জমি হাতছাড়া হওয়ার আশঙ্কায়, গত এক মাস ধরে, এই ফাঁকা জমিতে অস্থায়ী ঘর তৈরি করে তিনি ও তাঁর স্বামী থাকছেন। কিন্তু, এরপরেও নিজেদের জমি নিজেদের হাতে রাখা যাবে কি না তা নিয়ে প্রৌঢ় দম্পতি ঘোর আশঙ্কায়। কারণ,
বুধবার রাতে, এই ঘরেই এক দল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হামলা চালায়। প্রোমোটার সুকুমার মণ্ডলকে জমি ছেড়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, জমির চারপাশের দেওয়ালও তারা ভেঙে দেয় বলে দাবি প্রৌঢ় দম্পতির।
বৃহস্পতিবার তারা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগের আঙুল স্থানীয় প্রোমোটার সুকুমার মণ্ডলের দিকে।
অভিযোগ, গত কয়েক বছর ধরেই, এই জমিটি পাওয়ার জন্য স্থানীয় প্রোমোটার সুকুমার মণ্ডল বার বার চেষ্টা করছেন। কখনও হুমকি, তো কখনও টাকার লোভ। অভিযোগ, কখনও আবার, অন্য জায়গায় জমি দেওয়ার টোপও দিয়েছেন। কিন্তু, প্রৌঢ় দম্পতি কিছুতেই জমি ছাড়তে রাজি হননি। জমি বাঁচাতে তাঁরা সেখানে এই অস্থায়ী ঘর বানিয়ে থাকতে শুরু করেন। শেষমেশ, সেখানেই হামলার অভিযোগ।
অভিযুক্ত প্রোমাটার সুকুমার মণ্ডলের দাবি,
তাঁর লোকেরা হামলা চালিয়েছে, এই অভিযোগ মিথ্যে। জমিটি তাঁরই। তিনি এই জমিটি অন্য একজনকে বিক্রি করেছেন। কিন্তু, ওই বৃদ্ধ দম্পতি জোর করে সেখানে থাকছেন। এ বিষয়টি আদালতের বিচারাধীন।
বুধবার রাতের ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন প্রৌঢ় দম্পতি।
ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement