এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘অ্য়া স্যুটেবল বয়’ বিতর্ক: ‘প্রেম ও জেহাদ পাশাপাশি চলে না’, ‘লাভ জেহাদ’ নিয়ে গেরুয়া শিবিরকে তোপ নুসরতের
লাভ জেহাদ নিয়ে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ‘অ্য়া স্যুটেবল বয়’ প্রসঙ্গে গেরুয়া শিবিরের অতি সক্রিয়তাকে কটাক্ষ করেন সাংসদ-অভিনেত্রী।
![‘অ্য়া স্যুটেবল বয়’ বিতর্ক: ‘প্রেম ও জেহাদ পাশাপাশি চলে না’, ‘লাভ জেহাদ’ নিয়ে গেরুয়া শিবিরকে তোপ নুসরতের Amid A Suitable Boy Controversy, TMC MP Nusrat Jahan Says, Love And Jihad Don t Go Hand In Hand, Dont Make Religion A Political Tool ‘অ্য়া স্যুটেবল বয়’ বিতর্ক: ‘প্রেম ও জেহাদ পাশাপাশি চলে না’, ‘লাভ জেহাদ’ নিয়ে গেরুয়া শিবিরকে তোপ নুসরতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/24201153/Untitled-6.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লাভ জেহাদ নিয়ে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। বিবিসি টেলিভিশন সিরিজ ‘অ্য়া স্যুটেবল বয়’ প্রসঙ্গে গেরুয়া শিবিরের অতি সক্রিয়তাকে কটাক্ষ করেন সাংসদ-অভিনেত্রী। নুসরতের বক্তব্য়, ভালবাসা অত্য়ন্ত ব্য়ক্তিগত বিষয়। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও বলার কিছু থাকতে পারে না। নির্বাচনের আগে এই ধরনের বিষয় তুলে আনা হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন উত্তর ২৪ পরগনার সাংসদ। ওই বৈঠকে একের পর বিষয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন নুসরত। ‘অ্য়া সুইটেবল বয়’ প্রসঙ্গ টেনে ‘লাভ জেহাদ’ নিয়ে মুখ খোলেন তিনি। এদিন তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয়। প্রেম এবং জেহাদ কখনও পাশাপাশি থাকতে পারে না। ভালবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালবাসব তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। এটাকে রাজনীতির রং দেবেন না।“
প্রসঙ্গত, ‘অ্য়া স্যুটেবল বয়’ বিবিসি-র একটি টেলিভিশন সিরিজের দৃশ্য় নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ওই দৃশ্য়ে একটি মন্দিরে হিন্দু তরুণীকে মুসলিম যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। এই নিয়ে মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ভিডিও বার্তায় বলেন, ‘’ভজনের সময়ে মন্দিরে হিন্দু তরুণী এবং মুসলিম যুবকের চুম্বনের দৃশ্য় দেখানো হয়েছে। এই ধরনের দৃশ্য় মানুষের আবেগকে আঘাত করে। সংশ্লিষ্ট সিরিজ নিয়ে পুলিশি তডন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে।‘’ ক্য়াপশনে তিনি লেখেন, ‘’আপত্তিকর দৃশ্য়, যা নির্দিষ্ট ধর্মের আবেগকে আঘাত করে।‘’
আর এরপরই নেটফ্লিক্সের বিরুদ্ধে সরব হন নেটিজেনদের একাংশ। হ্যাশট্য়াগ বয়কট নেটফ্লিক্স দিয়ে টুইটারে সরব হন সংশ্লিষ্টরা। প্রযোজক লাভ জেহাদকে উস্কানি দিচ্ছ বলে অভিযোগ তাঁদের। অন্য়দিকে, লাভ জেহাদ রুখতে তৎপর দেশের বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকার। এই মর্মে নয়া আইন আনতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। এই পরিস্থিতিতে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
উল্লেখ্য ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরত। ধর্মীয় মৌলবাদীদের থোড়াই কেয়ার করেন সাংসদ-অভিনেত্রী। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় মাথায় সিঁদুর এবং মঙ্গলসূত্র পরেছিলেন। এভাবে বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে সামিল হন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)