এক্সপ্লোর
এটিএমের বাইরে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েই জালিয়াতি,টার্গেট প্রবীণরা, পুলিশের জালে ১ অভিযুক্ত

কলকাতা: প্রবীণদের টার্গেট করে এটিএম জালিয়াতির অভিযোগ। ওয়াটগঞ্জ থানার পুলিশের জালে এক অভিযুক্ত। এটিএমে গিয়ে সমস্যায় পড়লে বাইরে দাঁড়ানো কারও সাহায্য চান? ভিতরে ডাকেন? উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে এখনই সাবধান হোন! কারণ, এমনই এক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল ওয়াটগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হল চক্রের অন্যতম পাণ্ডা বিনোদ কুমার সাউ ওরফে মঙ্গলকে। প্রতারিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রবীণ গ্রাহক। এটিএমের সিসিটিভি ফুটেজ থেকেই শনাক্ত করা হল অভিযুক্তকে। তার প্রতারণার কৌশল শুনে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা! পুলিশ সূত্রে দাবি, কোনও প্রবীণ মানুষ এটিএমে এলে বাইরে হাজির হয়ে যেতেন মঙ্গল। এরপর তাঁকে সাহায্যের প্রস্তাব দিয়ে ভিতরে ঢুকতেন। বলতেন, আমি টাকা তুলে দিচ্ছি, কার্ডটা দিন, পিন বলুন। কোনও বয়স্ক মানুষ এই ফাঁদে পা দিলেই কেল্লাফতে! অভিযুক্ত তখন বলত, আপনার কার্ডে কিছু একটা সমস্যা হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলুন। একথা শুনে প্রবীণ মানুষটি চিন্তায় পড়ে যেতেন! তখনই তাঁকে অন্য একটি কার্ড দিয়ে, গ্রাহকের কার্ডটি নিয়ে পালিয়ে যেত অভিযুক্ত! এরপর অন্য এটিএমে গিয়ে সব টাকা তুলে নেওয়া হত! কিন্তু এবার সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিল অভিযুক্তকে। পুলিশ সূত্রে দাবি, কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন এলাকায় এভাবে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে ধৃত। ২৪টি কার্ড প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এটিএম প্রতারণার অভিযোগে তাঁকে একবার গ্রেফতার করে ওড়িশা পুলিশ। এটিএম থেকে টাকা তোলা নিয়ে, প্রতিটি ব্যাঙ্কই গ্রাহকদের সচেতন করে। তাতেও অনেকেই অপরিচিত কারও সাহায্য চান। ঘটে যায় প্রতারণার ঘটনা। যদিও গ্রাহকদের একাংশের আবার বক্তব্য, সব এটিএমেই যদি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়, তাহলে অনেকাংশেই নিশ্চিন্ত হতে পারবেন প্রবীণরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















