২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব, ২০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা, শিল্প সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রীর
কলকাতা: অম্বানি-জিন্দলের পর এবার আদানি। শিল্প সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে বাংলায় বিনিয়োগের আশ্বাস দিলেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা প্রণব আদানি। তিনি বলেন, সাড়ে সাতশো কোটি টাকা বিনিয়োগ করেছিলাম। এবার এর দ্বগুণ বিনিয়োগ করব। আমরা বন্দরে আগ্রহী। মুখ্যমন্ত্রীর দাবি, এবারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-এ রেকর্ড লগ্নির প্রস্তাব এসেছে। যার জেরে রাজ্যে কুড়ি লক্ষ কর্মসংস্থান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। কুড়ি লক্ষ কর্মসংস্থান হবে। আমাদের কথা কম, কাজ বেশি...সবাই বলছেন, বাংলাই এখন সেরা। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনের মঞ্চ থেকে সহিষ্ণুতা ইস্যুতে, নাম না করে নরেন্দ্র মোদিকে খোঁচা দিতে ছাড়লেন না। বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার সবাইকে এক পরিবার বলে মনে করি। সহিষ্ণু হলে সব কিছুরই সমাধান হয়। এবারের শিল্প সম্মেলনে কেন্দ্রের কোনও মন্ত্রীই আসেননি। এ বিষয়টিকে যে খুব একটা আমল দিচ্ছেন না, তা বোঝানোর চেষ্টা করলেন রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র। বললেন, শিল্প সম্মেলনের সাফল্য নির্ভর করে কত বড় মাপের শিল্পপতি এলেন তার উপর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার সবচেয়ে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে উৎপাদন এবং পরিকাঠামো উন্নয়নে। মোট, ১ লক্ষ ৫৬ হাজার ৮১১ কোটি। এরপর, ক্ষুদ্র-মাঝারি শিল্প এবং বস্ত্রে। ৫২ হাজার ৯৫২ কোটি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান-জার্মানি-পোল্যান্ড-তাইল্যান্ড-দক্ষিণ কোরিয়া। মউ সই হয়েছে ১১০টি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরের বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি।