পোস্তা উড়ালপুলে শুধু দুই বা তিন চাকার গাড়ি, ভাবনা রাজ্যের
কলকাতা: ভারী গাড়ি নয়, পোস্তা উড়ালপুল শুধু চলবে সাইকেল, বাইক বা ৩ চাকার গাড়ি। বিশেষজ্ঞদের মতামত পেয়ে ভাবনা রাজ্যের। মেরামত করা হবে ভাঙা অংশ। দিনটা ছিল ২০১৬-র ৩১ মার্চ। নির্মীয়মাণ অবস্থাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের এই অংশ। বেঘোরে প্রাণ গিয়েছিল অনেকের! এবার সেই উড়ালপুলে হালকা যান চলানোর ভাবনা রাজ্য সরকারের। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে খড়গপুর আইআইটির রিপোর্ট জমা পড়েছে। সেই বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে সুপারিশ করা হয়েছে, উড়ালপুল খুব একটা মজবুত নয়। তাই মেরামত করে হালকা যান চলাচল সম্ভব। উড়ালপুল ভেঙে দিলে, লাগোয়া বাড়িগুলির ক্ষতি হতে পারে। নবান্ন সূত্রে খবর, এই পরিস্থিতিতে সরকারের ভাবনা, উড়ালপুলের ভাঙা অংশ সারিয়ে, হালকা যান চলাচল করানো যেতে পারে। সেক্ষেত্রে সাইকেল, মোটরবাইক বা ৩ চাকার গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হতে পারে।