এক্সপ্লোর
নারদ স্টিং-কে অস্ত্র করে কমিশনের কাছে শোভনের প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির
![নারদ স্টিং-কে অস্ত্র করে কমিশনের কাছে শোভনের প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির Bjp Goes To Commission For Cancellation Of Kmc Mayors Candidature নারদ স্টিং-কে অস্ত্র করে কমিশনের কাছে শোভনের প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/05195950/jayprakash-on-sovon--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কলকাতার মেয়রের উপর চাপ বাড়িয়ে, নারদ নিউজের স্টিং অপারেশনের অসম্পাদিত ফুটেজ প্রকাশ বিজেপির। নির্বাচন কমিশনের কাছে শোভন চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি। বাস্তব-ভিত্তিহীন ভিডিও, যা বলার দল বলবে, প্রতিক্রিয়া মেয়রের।
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রসঙ্গ টেনেও তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব।
নির্বাচন কমিশনের কাছে নারদ নিউজের স্টিং-ফুটেজ জমা দিয়েছে বিজেপি। বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করার দাবি তুলেছে তারা। যদিও বিজেপির অভিযোগের প্রেক্ষিতে কলকাতার মেয়রের প্রতিক্রিয়া,
বাস্তব-ভিত্তিহীন ভিডিও। এ ব্যাপারে কোনও মন্তব্য করব না। যা বলার দল বলবে।
এবিপি আনন্দ এই স্টিং অপারেশন করেনি। ফুটেজের সত্যতাও যাচাই করেনি।
অন্যদিকে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন নারদ নিউজের সিইও। ম্যাথু স্যামুয়েলের দাবি, স্টিং অপারেশনের ফুটেজ নিয়ে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। দিল্লির কোনও তদন্ত সংস্থার কাছে স্টিং-ফুটেজ জমা দেওয়ার জন্য হাইকোর্টের কাছে অনুমতি চেয়েছেন নারদ নিউজের সিইও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)