বিজেপিতে ‘চন্দ্রগ্রহণ’, রাজ্য কমিটিতে আমন্ত্রিত শোভন
স্থায়ী আমন্ত্রিত সদস্যদের তালিকায় রাহুল সিনহার সঙ্গে এবার রাখা হয়েছে মুকুল রায়কেও।
দীপক ঘোষ, কলকাতা: পশ্চিমবঙ্গে ৯৬ জনের রাজ্য কমিটি গঠন করল বিজেপি। স্থান পেলেন বিধায়ক, সাংসদ সহ দলের শাখা সংগঠনের একাধিক পদাধিকারীরা। একই সঙ্গে নিষ্ক্রিয় সদস্যদের ছেটে দিয়ে ২৭ শতাংশ নতুন মুখকেও রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হল। উল্লেখযোগ্যভাবে এই কমিটি থেকে বাদ পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র কুমার বসু। অন্যদিকে ১১০ জনের যে স্থায়ী আমন্ত্রিত সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাখা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। ২১ জনের আরেকটি বিশেষ আমন্ত্রিতদের তালিকাও তৈরি করা হয়েছে, সেখানে রয়েছেন তৃণমূল ছেড়ে আসা ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়।
রাজ্য বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্যদের তালিকায় রাহুল সিনহার সঙ্গে এবার রাখা হয়েছে মুকুল রায়কেও। আরও রয়েছেন অধ্যাপক অসীম ঘোষ। রাজ্য কমিটির পদাধিকারীদের বৈঠকে সামিল হওয়ার অধিকার পাবেন এই সদস্যরা।
বিজেপি-র অন্দরের খবর একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির মাথায় রয়েছেন দিলীপ ঘোষই। এখন প্রশ্ন, সপ্তদশ লোকসভায় দক্ষিণ কলকাতা থেকে বিজেপির প্রার্থী হওয়া চন্দ্র বসু কেন তালিকায় নেই? সূত্রের খবর, অতীতে একাধিকবার বিতর্কিত ট্যুইট করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন নেতাজির পরিবারের এই সদস্য। এবার সেই অস্বস্তি এড়াতেই তাঁকে পুরোপুরি ছেটে ফেলা হয়েছে।