এক্সপ্লোর
সুমঙ্গল ইন্ডাস্ট্রিজে সিবিআই হানা, কলকাতা-সহ রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি, বাজেয়াপ্ত নথি

কলকাতা: পিএনবি প্রতারণায় যখন দেশজুড়ে চলছে তল্লাশি, তখন বেআইনি আর্থিক প্রতিষ্ঠানকাণ্ডে রাজ্যে দিকে দিকে সিবিআই হানা। শুক্রবার বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সুমঙ্গল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কলকাতার কর্নফিল্ড রোড, জওহরলাল নেহরু রোড, হুগলির মগরা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালায় সিবিআইয়ের ৫৫ থেকে ৬০ জনের বিশেষ দল। সুমঙ্গল ইন্ডাস্ট্রিজের বিভিন্ন অফিসে হানা দেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। হুগলির মগরা থানা এলাকার, বাগদি অধিকারী পাড়ায় সুমঙ্গলের কর্ণধার সুব্রত অধিকারীর বাড়িতেও চলে তল্লাশি। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে এই সংস্থা বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে বেশ কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে। সেই তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন তদন্তকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















