মুম্বইয়ের তরুণীকে কলকাতায় এনে ‘ধর্ষণ’, অভিযুক্ত পদস্থ কেন্দ্রীয় সরকারি আধিকারিক
কলকাতা: মুম্বইয়ের তরুণীকে কলকাতায় এনে ধর্ষণের অভিযোগ। বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিক। বছর বাইশের এই তরুণীর বাড়ি মুম্বইয়ের আন্ধেরিতে। অভিযোগ সেখান থেকে তাঁকে কলকাতায় ডেকে এনে ধর্ষণ করা হয়েছে! পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে ভিনরাজ্যের এই তরুণী বিধাননগর মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, সোশাল নেটওয়ার্কিং সাইটে অভিনব পাঞ্চালি নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। কয়েকদিন আগে তরুণীকে, কলকাতায় নিজের ফ্ল্যাটে ডাকেন ওই ব্যক্তি। কিছু খাইয়ে তাঁকে বেঁহুশ করে ধর্ষণ করা হয়। হুঁশ ফিরলে, পুলিশের কাছে যান তরুণী। মঙ্গলবার তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে জানা গিয়েছে, অভিযুক্ত জিএসটি দফতরের যুগ্ম কমিশনার পদে কলকাতায় কর্মরত। ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।