এক্সপ্লোর
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, দুই মন্ত্রীর উপস্থিতিতেই শ্রম দফতরের বৈঠকে বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ অসংগঠিত শ্রমিকদের
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটকের সামনেই উত্তেজনা। ভেতরে ভাঙপুর হয় বলে অভিযোগ। অনুষ্ঠানে এসেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়ও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বৈঠকে সমাধানসূত্র না মেলায় পথ অবরোধ।

কলকাতা: ঠিকা শ্রমিকদের সম্মেলনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর। একের পর ফ্লেক্স ছিঁড়লেন বিক্ষোভকারীরা। মন্ত্রীদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি করা হয়। মুখ্যমন্ত্রী নিশ্চই এঁদের জন্য কিছু করবেন। জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। শ্রম দফতরের ঠিকা শ্রমিকদের বিক্ষোভে সোমবার এমনই রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর।মন্ত্রীদের সামনেই চলল চেয়ার ছোড়াছুড়ি। মাটিতে গড়াগড়ি খেল তোরণ!প্রবল বিক্ষোভের মুখে পড়লেন খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটক!ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স! সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, শ্রম দফতরের তৃণমূল প্রভাবিত ঠিকা শ্রমিকদের সংগঠন সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ আরও কয়েকজন মন্ত্রী। কিন্তু, আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঠিকা শ্রমিকদের দাবি, অসংগঠিত শ্রমিকদের থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসিক ২৫ টাকা তোলার জন্য বাম আমলে তৈরি হয় সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশন। অসংগঠিত শ্রমিকদের থেকে টাকা তোলার জন্য তাঁরা কমিশন পেতেন।সারা রাজ্যে এরকম প্রায় সাড়ে ৬ হাজার কর্মী রয়েছেন। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, মার্চ-এপ্রিল মাস থেকে টাকা তোলা বন্ধ।ফলে কমিশনও পাচ্ছেন না।তাঁদের আরও দাবি, এদিনের বৈঠকে নূন্যতম বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা ও স্থায়ীকরণ সংক্রান্ত ঘোষণা হবে বলে আশ্বাস দিয়ে তাঁদের নিয়ে আসা হয়। ফিরহাদ বলেছেন, বললাম বিষয়টি মন্ত্রিসভায় নিয়ে যাব...রাতারাতি এসব হয় না। কর্মিসম্মেলনে কোনও আশ্বাস না মেলার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁদের আনা হয়েছে। এক বিক্ষোভকারীর দাবি,সংগঠনের তরফে বলা হয়েছিল, নির্দিষ্ট বেতন করে দেওয়া হবে। নেতাজি ইন্ডোরের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে হঠিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। শোভনদেব চট্টাপাধ্যায় বলেছেন, ওঁরা সাত মাস টাকা পাচ্ছেন না...খুব অসুবিধায় আছেন...তবে হিংসাশ্রয়ী হওয়া উচিৎ নয়...মলয় ঘটক নিশ্চই ব্যবস্থা করবেন..মুখ্যমন্ত্রী নিশ্চয় এঁদের জন্য কিছু করবেন।দ্রুত সমস্যা না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















